দেশের খবর
দশম শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে কোভিড ম্যানেজমেন্ট বিশ্ব জলবায়ু পরিবতর্ন, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০১৯ সালের শেষ থেকে শুরু হয়েছিল! তারপর দিন যত গড়িয়েছে ধীরে ধীরে গোটা বিশ্বকে জাঁকিয়ে ধরেছিল করোনার কামড়। দীর্ঘ মেয়াদী লকডাউন, সরকারি বিধিনিষেধ পেরিয়ে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরেছে সবকিছু। খুলে গিয়েছে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়। অফিস-কাছাড়ি সবকিছু।
করোনা মহামারীর দুই বছর অতিক্রান্ত হলেও মন থেকে এখনও মুছে যায়নি ভয়ঙ্কর সেই দিনগুলির স্মৃতি। অতিমারির রূপ বদলের সঙ্গে সঙ্গে ক্রমাগত বদলাচ্ছে বিশ্ব জলবায়ু। কোভিড মহামারী এবং বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন নিয়ে বিশেষ পাঠ এবার অন্তর্ভুক্ত হতে চলেছে দশম শ্রেণির পাঠ্য বইয়ে।
জানা গিয়েছে, ওড়িশা সরকার চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির সিলেবাসে COVID-19 ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এস আর দাশ। তিনি বলেন যে, ”রাজ্য ইতিমধ্যে তিনটি COVID-19 ঢেউয়ের সম্মুখীন হয়েছে এবং চতুর্থটির জন্য ব্রেসিং করছে। ভবিষ্যতে তরুণ প্রজন্মকে প্রস্তুত রাখতে মহামারী সম্পর্কে পাঠ দিতে এই বিষয়গুলি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। একইভাবে, প্রাকৃতিক দুর্যোগগুলি ঘন ঘন রাষ্ট্রকে প্রভাবিত করে, শিক্ষার্থীদের মানব সমাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন হওয়া উচিত। এটি একটি বিশ্বব্যাপী সমস্যা এবং শিক্ষার্থীদের এটি সম্পর্কে সচেতন হওয়া উচিত এখন থেকেই”।
আরও পড়ুন: সাজার মেয়াদ ২৫ বছর পূর্ণ হলেই আবু সালেমকে মুক্তি দিতে বাধ্য কেন্দ্র: সুপ্রিম কোর্ট
চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় দফার পরীক্ষার সিলেবাসে কোভিড-১৯ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত করা হবে। মহামারী পরিস্থিতির কারণে, গত কয়েক বছরে মাত্র ৭৫ শতাংশ সিলেবাস পড়ানো হয়েছিল, তবে চলতি শিক্ষাবর্ষ থেকে, দশম শ্রেণির সিলেবাস সম্পূর্ণ পড়ানো হবে এবং বোর্ড পরীক্ষায় সেই অনুযায়ী প্রশ্ন করা হবে।
আরও পড়ুন: Big Breaking: আদালতে ভুল তথ্য পরিবেশন, বিজয় মালিয়ার ৪ মাসের কারাবাসের নির্দেশ
মাধ্যমিক শিক্ষা বোর্ড (BSE) ওড়িশা শনিবার ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য মূল্যায়নের পদ্ধতি এবং সিলেবাসের বিজ্ঞপ্তি দিয়েছে। যা ২০২২ সালের জুন মাসে স্কুল ও গণশিক্ষা বিভাগ দ্বারা অনুমোদিত হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ২০২২-২৩ একাডেমিক সেশন মে ২০২২ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত হবে। এটি দুটি পদে বিভক্ত হবে। প্রথম মেয়াদ হবে মে থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত এবং দ্বিতীয়টি নভেম্বর ২০২২ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত।