দেশের খবর
রাতের আকাশে মায়াবী আলোর ছটা, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় হইচই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাতের আকাশে হঠাৎ আলোর ঝলকানি। তারপর যা হল তা দেখে নিজের চোখকে কার্যত বিশ্বাসই করতে পারছেন না মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বেশকিছু অঞ্চলের বাসিন্দারা। ব্যাপারটা ঠিক কী হল জানতে হলে পুরো প্রতিবেদনটি পড়ুন…
শনিবার রাতের আকাছে কিছু একটা জ্বলছে এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে রাতের অন্ধকার আকাশে হঠাৎ আলোর ঝলকানি। তবে কিছু বুঝে ওঠার আগেই মহাশূন্যে বিলীন হয়ে গেল সেই আলো। আর যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা নেটপাড়ায়। ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি দেখা গিয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায়।
স্থানীয় জেলা কালেক্টর অজয়গুলহান এদিন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় সন্ধ্যে ৮’টা ৯’টা নাগাদ জেলার সিন্দেওয়াহি তহসিলের লাদবোরি গ্রামে রাতের আকাশে লম্বা আলোর রেখা দেখতে পান। প্রথমে সেটিকে কোনও স্পেস যান ভাবলেও পরে জানা যায়, আদতে সেটি কোনও মহাকাশ যান নয়। উল্কাপাতের কারণেই রাতের আকাশে ওরকম অদ্ভুত জিনিস দেখা গিয়েছে। আর যার সাক্ষী ছিল মহারাষ্ট্রের নাগপুর, চন্দ্রপুর এবং বারওয়ানি জেলার বাসিন্দারা।
আরও পড়ুন: স্বপ্নের বাইক কিনতে তিন বস্তা ১ টাকার কয়েন নিয়ে শোরুমে হাজির যুবক, তারপর যা হল…
Possible meteor shower or rocket re-entry seen over skies of Maharashtra
Read @ANI Story | https://t.co/0vFnhbXwCK#Meteorshower #Maharashtra pic.twitter.com/I2g2Px38X8
— ANI Digital (@ani_digital) April 2, 2022
জানা গিয়েছে, শুধু মহারাষ্ট্র নয়, শনিবার রাতের আকাশে ওই অদ্ভুত আলোর ছটা দেশের বেশকিছু প্রান্তে দেখা গিয়েছে। অনেকেই সেটিকে ভিনগ্রহের প্রাণী বা আতশবাজির ছটা বলে বিষয়টি উড়িয়ে দিলেও আদতে সেটি ছিল উল্কাপিন্ড। বিরল এই দৃশ্যের কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমন্ডলে যখন কোনও বস্তু প্রবেশ করে তখন তার গতি তীব্র থাকায় বায়ুমন্ডলে ঘর্ষণের জেরে তা টুকরো টুকরো হয়ে যায়। এই টুকরো টুকরো বস্তুগুলিই হল উল্কাপিন্ড। আর এটিকেই সহজ ভাষায় উল্কাপাত বলা হয়। তবে ভিডিয়োটি দেখে এটি উল্কাবর্ষণ মনে হলেও বিশেষজ্ঞদের মতে এটি অতিসাধারণ একটি বিষয়।
আরও পড়ুন: শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’ রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়
তাহলে কি ভাবছেন? আপনিও সোশ্যাল মিডিয়ার দৌলতে অমন সুন্দর ভিডিয়োটি একবার চাক্ষুস করবেন নাকি? যদি মনে মনে এমনই ইচ্ছা থাকে তাহলে ঢুঁ মেরে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন পুরো ভিডিয়োটি।