বাংলার খবর
নার্সকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক নার্সকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা। ঘটনার অভিযোগে শ্যামল রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
বাঁকুড়ার ছাতনা এলাকার ঘটনা। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে স্থানীয় শালচুড়া গ্রামের বাসিন্দা শ্যামল রায় রক্ত পরীক্ষা করানোর নামে হাসপাতালে আসে। ঐ নার্সকে একা পেয়ে অভিযুক্ত শ্যামল রায় দরজা বন্ধ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
আরও পড়ুন: মাঠে গরু আনতে যাওয়াই কাল! বজ্রপাতে প্রাণ হারালেন বাবা-ছেলে
জানা গিয়েছে, ঘটনায় নার্সের চিৎকারে অন্যান্য সহকর্মীরা এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে নার্সের তরফে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নার্সের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এদিন তাকে আদালতে তোলা হয়।