বাংলার খবর
এবার দেবের আপ্ত সহায়ককে তলব সিবিআই-এর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আরও বড় বিপাকে পড়তে চলেছেন টলিউডের সফল অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী! গরু পাচার মামলায় গত মঙ্গলবারই দেবকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। নিজাম প্যালেসে দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে ঘাটালের তৃণমূল সাংসদকে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এবার অভিনেতার আপ্ত সহায়ক পিন্টু মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো সিবিআই। আগামী শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। গত মঙ্গলবার জেরায় দেবকে প্রায় ২৫ টি প্রশ্ন করা হয়েছিল এবং প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলেছিল জেরা। গরু পাচারের মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের কিভাবে পরিচয় হয়েছিল, তাঁর সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়। যদিও বাইরে বেরিয়ে নিজের স্বাভাবিক ছন্দ দেখাতে হাসি খুশি থাকার চেষ্টা করেছিলেন অভিনেতা। দেব পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি এনামুল হক বলে কাউকে চেনেন না। এবার তাঁর আপ্ত সহায়ককে সিবিআই তলব করায় টলিউডের নায়ক আরও বিপাকে পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে।