এখনই কিছু বন্ধ হচ্ছে না, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত, গঙ্গাসাগর থেকে ফেরার পথে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Connect with us

দেশের খবর

এখনই কিছু বন্ধ হচ্ছে না, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত, গঙ্গাসাগর থেকে ফেরার পথে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাশাপাশি রাজ্যেও বছর শেষে চোখ রাঙাচ্ছে করোনা। সেইসঙ্গে থাবা বসিয়েছে ওমিক্রন আতঙ্ক। রাত পোহালেই বর্ষবিদায় এবং বর্ষবরণ উৎসবে মেতে উঠার প্রস্তুতি শুরু করে দিয়েছে পার্কস্ট্রিট চত্বর। ১৯১ দিন পর রাজ্যে গত ২৪ ঘণ্টায় আবারও দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

তার মধ্যে শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। তাই বৃহস্পতিবার গঙ্গসাগর থেকে কলকাতায় ফেরার আগে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ এবং ওমিক্রন যে ভাবে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরিস্থিতি পর্যালোচনা না করে এখনই সবকিছু বন্ধ করে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যেও বর্ষবরণ উৎসবে নিষেধাজ্ঞা জারি করার পক্ষে মত দিয়েছে বিভিন্ন মহল। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বর্ষবরণ উৎসব বা গঙ্গাসাগর মেলা কোনভাবেই বন্ধ করা হবে না। তবে উৎসব ও এই মেলায় শামিল হওয়ার ব্যাপারটি পরিস্থিতি বিচার করে আমজনতার ওপরই ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সংক্রমণ কিছুটা বেড়েছে।

আমরা অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে চলতে। মাস্ক পরতে ও স্যানিটাইজেশন করতে। রিভিউ করে গোটা পরিস্থিতি টাইম টু টাইম আমরা জানাব। করোনার জন্য অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব কিছু বন্ধের পথে গেলে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই এ ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে। কোভিড তো প্রায় ছ’মাস-আট মাস ছিল না। তাই অনেক জায়গায় কোভিড হাসপালগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সার্বিক ভাবে পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। লোকাল ট্রেন এবং স্কুল-কলেজ বন্ধের বিষয়ে এখনও সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি বিচার করে সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কিছু বন্ধ হচ্ছে। ব্রিটেন থেকে বিমানে যাঁরা আসছেন, তাঁদের বেশি ওমিক্রন ধরা পড়েছে। অনেকে টেস্ট করাতে বিরক্ত হচ্ছেন।

Advertisement

কিন্তু বিরক্ত হলে চলবে না।’ নিউ ইয়ার এবং গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বর্ষবরণের উৎসব আটকাব কী করে! তবে আমরা বর্ষবরণের পরিস্থিতির উপর নজর রাখছি। গঙ্গাসাগরে মানুষের মেলা তাই আটকাতে পারব না। দেশের বিভিন্ন রাজ্য থেকেই মানুষ আসেন গঙ্গাসাগর মেলায়। তাদের আটকাবো কি করে! তাই সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ করছি। পরিস্থিতি বিচার করে যাঁরা আসতে চাইছেন তাঁরা আসবেন। আসা না আসার বিষয়টি মানুষই ঠিক করবে।’ সেখানে উপস্থিত সাংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী অযথা আতঙ্ক না ছড়িয়ে ইতিবাচক খবর পরিবেশনের পরামর্শও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘দয়া করে উত্তেজনা ছড়াবেন না। আপনাদের কাছে আমার হাতজোড় করে অনুরোধ। আপনারা দুটো কোভিডে সহযোগিতা করেছেন। আমি মিডিয়ার কাছ থেকে ইতিবাচক সহযোগিতা চাইছি।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.