মানুষের রায়ে নয়, উত্তরপ্রদেশে ইভিএম কারচুপিতে জিতেছে বিজেপি ! বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

রাজনীতি

মানুষের রায়ে নয়, উত্তরপ্রদেশে ইভিএম কারচুপিতে জিতেছে বিজেপি ! বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই গোয়া, উত্তরাখান্ড, পঞ্জাব মনিপুর সহ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আসন কমলেও দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করেছে বিজেপি। আর শুক্রবার বাজেট পেশের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব মানুষের ভোটে হারেননি।

যন্ত্রের কেরামতিতে হেরেছেন। মেশিনারি ম্যান্ডেট পেয়েছে বিজেপি। এমনকি সমস্ত ইভিএম ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর দাবিও তুলেছেন তিনি। শুক্রবার বাজেট বিশ্লেষণের পর উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ইভিএমে ভোট লুট করা হয়েছে। সেই কারণেই তো বারাণসীর ডিএমকে সাসপেন্ড করা হয়েছে। উত্তরপ্রদেশে তো বিজেপির আসন কমেছে। ৩০টা আসন কমেছে ওদের। সেখানে সমাজবাদী পার্টি ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে।

চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অখিলেশ যদি হেরেও থাকে সেটা মানুষের ভোটে নয়, মেশিনের কারচুপিতে। মেশিনারি ম্যান্ডেট পেয়েছে বিজেপি। সমস্ত ইভিএম ফরেনসিক টেস্টের জন্য পাঠানো উচিত। তাই আমি অখিলেশকে জনতার কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি। উত্তরপ্রদেশে সেন্ট্রাল মেশিনারি এবং এজেন্সি দিয়ে ভোট হয়েছে।’ বিরোদধী ভোট ভাগ হয়ে যাওয়াতেই বিজেপি সুবিধা পেয়েছে বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সেই কারণেই তিনি সমস্ত আঞ্চলিক দলগুলোকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহবান জানিয়েছেন। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের এই ফলাফল ২০২৪ এর লোকসভা ভোটে কোনও প্রভাব ফেলবে না বলেই আত্মবিশ্বাসী তিনি। বলেছেন, ‘এই ফলাফলে প্রভাব ২০২৪ এর লোকসভা নির্বাচনের পড়বে বলে আমার মনে হয় না। ২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়াতেই বিজেপি সুবিধা পেয়েছে। সমস্ত আঞ্চলিক দলগুলোকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে।

‘ কংগ্রেসের ভরাডুবি নিয়ে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘কংগ্রেসকে নিয়ে আমি কিছু বলবো না। ওরা শেষ হয়ে গিয়েছে। কংগ্রেসের ইচ্ছাটাই নেই। ওদের উপর ভরসা করা উচিত হয়নি।’ পাশাপাশি চার রাজ্যে বিজেপির জয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস, সেলিব্রেশন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘কটা রাজ্যে জিতে লাফাচ্ছে। বাংলায় হেরেও লজ্জা নেই। ২০২৪ লোকসভা ভোটের পর ডুগডুগি বাজাবে।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.