ভাইরাল খবর
কাঁচা নয়, এবার ভাজা বাদাম নিয়ে গান বাঁধলেন জলপাইগুড়ির এক বাদাম বিক্রেতা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : কাঁচা বাদামের পর এবার ক্রেতা টানতে ভাজা বাদাম নিয়ে গান জলপাইগুড়িতে! বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদা’ গান রাজ্য, দেশের গণ্ডি পার করে বিদেশেও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। বাদাম বিক্রেতা থেকে রীতিমতো সেলিব্রিটি হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি বাড়াতে ভুবন বাদ্যকরের আদলেই গান গেয়ে বাদাম বিক্রি।
যা শুনেই বাদামের বিক্রি দশগুণ বেড়ে গেছে বলে দাবি এক বাদাম বিক্রেতার। বীরভূমের ভুবন বাদ্যকারের বাদাম বিক্রেতার জনপ্রিয় গানের পর জলপাইগুড়ি শহরেও বাড়ছে বাদাম বিক্রেতাদের কদর।অন্যান্য দিনের মতো বুধবার সকালেও জলপাইগুড়িতে দেখা গেল গান গেয়ে বাদাম বিক্রি করছেন এক বাদাম বিক্রেতা। ভুবন বাদ্যকারের কাঁচা বাদামের গান ভাইরাল হয়ে তার বাদাম শত গুণে বিক্রি হয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এবার সেই পথেই নামছেন জলপাইগুড়ির এক বাদাম বিক্রেতা। তবে কাঁচা বাদামের গান না গেয়ে তিনি ভাজা বাদামের গান শুরু করে বিক্রি করছেন বাদাম।ফলে তাঁর দোকানেও বিক্রি অনেকটাই বেশি শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। সেই বাদাম বিক্রেতা হলেন গুরুপদ সরকার। বাড়ি জলপাইগুড়ির ধাপগঞ্জে।
তিনি জানিয়েছেন, ‘অভিনব ভাবে বাদাম বিক্রির নতুন কৌশলে বাদাম ভালোই বিক্রি শুরু হয়েছে। তবে আমি কাঁচা বাদামের গান না গেয়ে নিজের তৈরি ভাজা বাদামের গান গাইছি। যদিও জলপাইগুড়ি শহরের অন্য সব বাদাম বিক্রেতারা কিন্তু অভিনব কিছু চিন্তা না করেই পুরনো রীতিতেই বিক্রি করছেন বাদাম। অনেক দিন ধরেই কাঁচা বাদামের গান শুনছিলাম। তাই আমিও গান বেঁধেছি। আমার গান ভাজা বাদাম নিয়ে। কারণ, কাঁচা বাদাম কেউ খায় না। সকলেই ভাজা বাদাম খায়। আমরা কাঁচা বাদাম কিনে এনে ভেজে বিক্রি করি। আমার গান সবার ভালো লাগছে। অনেকেই গান শুনে আসছেন বাদাম কিনতে। তাঁরাও খুশি, আমিও খুশি।’ তাই এখন খবরের শিরোনামে শুধুই বাদাম।