দেশের খবর
শুধু করোনা নয়, নিউমোনিয়াতেও আক্রান্ত সুরসম্রাঞ্জী লতা মঙ্গেশকর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বের পাশাপাশি ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে। দেশের বহু বিশিষ্ট ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর।
তাঁর করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তায় অনুরাগী মহল। পাশাপাশি উদ্বেগে রয়েছেন চিকিৎসকরাও। করোনার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই আরও ১০-১২ দিন হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, ৯২ বছরের কিংবদন্তি সংগীতশিল্পী করোনায় আক্রান্ত হওয়ার পরই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রথম থেকেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে এখনই সুরসম্রাজ্ঞীকে হাসপাতালে থেকে ছুটি দেওয়া হচ্ছে না। এখনও তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।