Uncategorized
‘কাপল’ নয়, আসুন জেনে নিই ‘থ্রপল’ এর কাহিনী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এমন কিছু কিছু খবর আমাদের সামনে আসে, যা দেখে বা শুনে সত্যিই অবাক না হয়ে পারা যায় না। এই রকম খবরের মধ্যে থেকেই নজর কেড়েছে একটি বিশেষ খবর। ভাইরাল হয়েছে খবরটির ভিডিও।
কী সেই খবর! আসুন দেখেনি ‘থ্রপল’ জুটির গল্প। বর্তমান যুগে সবকিছুই সম্ভব। আর সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন জিমি ও তাঁর দুই স্ত্রী! এঁরা ‘কপল’ নন। এরা হলেন ‘থ্রপল’। এঁরা তিনজনে বিয়ে করেছেন। করছেন সুখে সংসারও। নেই কোনও অশান্তি ঝামেলা, মান-অভিমান। আছে শুধুই একে ওপরের প্রতি অগাধ ভালোবাসা। তাঁদের এই সুখের সংসারের ছবি এখন প্রায়শই সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। জিমি তাঁর দুই স্ত্রীকে নিয়েই ভিডিও করেন এবং তা আপলোড করেন। তাঁদের মিষ্টি-মধুর সম্পর্ক এবং ভালো মুহূর্তের ছবি ও ভিডিও দেখতে বেশ অনেকেই পছন্দ করেন।
আর এই কারণেই এই তিন জন হয়ে উঠেছেন বেশ পরিচিত। কদিন আগে এঁরা একটি সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। জিমির দ্বিতীয় সঙ্গী সন্তান সম্ভবা। কিন্তু তাঁরা তিনজনেই ভীষণ খুশি নতুন অতিথির আগমনে। জিমির দুই স্ত্রী যে ভাবে এই খুশির খবর দিয়েছেন তাঁকে, সেই মিষ্টি ভিডিও দেখে সত্যিই খুব মজা পেয়েছেন সবাই। জিমির প্রথম সঙ্গীর সন্তান গত জুন মাসে জন্ম নিয়েছে। এবার দ্বিতীয় সঙ্গীর সন্তান আসতে চলেছে জেনে তা্রা খুবই উৎসাহিত। জিমি বলেছেন, তাঁরা অনেকদিন ধরেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন এবং তাঁদের অপেক্ষা এখন শেষের পথে। এই তিনজনের ভালোবাসার সংসারে আরও একজন যুক্ত হতে চলেছ। এঁদের বন্ধন হোক আরও সুদৃঢ় ও অটুট- এই প্রার্থনাই করছেন নেটিজেনরা।