বাংলার খবর
মেডিসিন ‘টনিক’-এ নয়, ছবি ‘টনিক’-এই দর্শকদের প্যানিক উধাও!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ২৪ ডিসেম্বরই মুক্তি পাওয়া বাংলা ছবি টনিক বেশ সারা ফেলেছে দর্শক মহলে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবির সহ প্রযোজক দেব। আবার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন দেব। এ ছাড়াও আছেন পরান বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া।
সন্তানরা যখন ছোট থাকে তখন মা-বাবা নিজেদের অনেক ছোট ছোট ইচ্ছা, আকাঙ্খা, স্বপ্ন ভুলে তাদের সব দিক থেকে ভরিয়ে রাখতে চায়। কিন্তু সন্তানরা বড় হয়ে মা-বাবা ঠিক কী চান, তা বোঝে না। তাদের ইচ্ছা গুলো কোথাও যেন দমে যায়, চাপা পড়ে যায় সন্তানদের নিজস্ব ভাবনা চিন্তার মাঝে। মা-বাবার ইচ্ছেগুলো কে না বুঝেই নিজেদের মতামতকে চাপিয়ে দেয় সন্তানেরা। তাতে অভিমান জমতে থাকে মা-বাবার মনে। যখন আপন রক্ত বোঝে না, নিজের সন্তান ও যখন হয়ে যায় দূরের, তখন টনিকের মতো একজন কেউ অভিমানী এক পিতার কাছে হয়ে ওঠে বড়োই আপন-কাছের।
এই টনিক ৭৫ বছরের এক বৃদ্ধকে মনের দিক থেকে করে তোলে ২৫ বছরের যুবক। জীবনের অনেক না পাওয়া বা না হওয়া ইচ্ছে গুলো রূপ পায় টনিক এর সান্নিধ্যে এসে। এই গল্পই ফুটে উঠেছে এই ছবিতে। খুব সাধারণ এক বৃদ্ধের মনের কথাই স্পর্শ করছে দর্শকের মনে। আসলে অনেক সময় সাধারণ জিনিসই অসাধারণ হয়ে ওঠে। টনিক চরিত্রটি দেব বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন। আর মি:জলধর অর্থাৎ পরান বন্দ্যোপাধ্যায়ও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন, সে কথা বলাই বাহুল্য। তবে ছবির শেষটি আর একটু রঙিন ও গোছানো হতে পারতো, বলেই মত একাংশের দর্শকের। কিন্তু সব মিলিয়ে ছবিটি সত্যিই একটু অন্যরকম, বেশ কিছুটা আলাদা। তাই অতি সহজেই দর্শকদের মন জিতে নিয়েছে ‘টনিক’।