আন্তর্জাতিক
করোনা ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়া, কিমের দাবি ঘিরে হইচই!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা থাবা বসিয়েছে উত্তর কোরিয়ায়। অদৃশ্য এই মারণ ব্যাধির থাবায় আক্রান্ত হয়েছে অনেকেই। দেশের মানুষের এই করোনা আক্রান্ত হওয়ার দায় এবার দক্ষিণ কোরিয়ার উপর চাপালেন কিম জং উন!
এই বিষয়ে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবর থেকে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার অ্যালিয়েন নামক এক বস্তু থেকে তাঁদের দেশে করোনা ছড়িয়েছে। শুধু তাই নয়, আরও দাবি করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে ভেসে আসা বেলুন বা অন্য কোনও জিনিস থেকে দ্রুত এই Covid19 সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
জানা গিয়েছে, কোভিড নিয়ে পরম শত্রু দক্ষিণ কোরিয়ার দিকে আঙুল তুলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। কিমের এই বিতর্কিত দাবি ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে সোশাল মিডিয়া জুড়ে এই নিয়ে হাসির রোল উঠেছে।
আরও পড়ুন: চাহিদার তুলনায় অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ, টেলিকম-ইন্টারনেট পরিষেবা বন্ধের মুখে পড়শি দেশে
দীর্ঘ কয়েকবছর ধরে দক্ষিণ কোরিয়ার (South Korea) একাধিক সমাজকর্মীরা বেলুনের মধ্যে লিফলেট ভরে উত্তর কোরিয়া অভিমুখে পাঠায়েছেন। যেখানে কিম জং উনের (Kim Jong Un) সমালোচনা ছাড়াও উল্লেখ থাকত একাধিক প্রোপাগান্ডা। এই বেলুন ওড়ানোর বিষয়টি নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন কিম। এমনকী এই নিয়ে দক্ষিণ কোরিয়ার নেতাদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে বেলুন থেকেই করোনা ছড়ানোর এই যুক্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
উত্তর কোরিয়া (North Korea) তাদের দাবিতে অনড়। দেশের সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, মহামারী মোকাবিলা বিভাগের বক্তব্য, ইফো শহরে কোভিড ক্লাস্টারের সন্ধান মিলেছে। এই শহর দক্ষিণ কোরিয়ার সীমান্ত সংলগ্ন।
আরও পড়ুন: পদ্মা সেতুর নাট খুলে দুর্বিষহ জীবন, ক্ষমা চাইছেন বাংলাদেশি টিকটকার
সম্প্রতি পিয়ংগ্যাং শহর ফেরত একাধিক ইফোর বাসিন্দাদের শরীরের কোভিড উপসর্গের হদিশ মিলেছে। ১৮ বছরের একজন জওয়ান, একটি পাঁচ বছরের শিশুর শরীরেও অজানা সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁদের কোভিড টেস্টের রিপোর্টে ওমিক্রন ভাইরাস মিলেছে বলেও খবর।