বাংলার খবর
চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় অশনির বড় কোনও প্রভাব পড়বে না রাজ্যে। পশ্চিমবঙ্গের উপকূলে কোনও বিপদ, ঝড় বা সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই। উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রের মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে।
১২ থেকে ১৪ তারিখ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে রয়েছে অশনি। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতেই অন্ধ্র উপকূলে পৌঁছাবে। তারপর কিছুটা অভিমুখ পরিবর্তন করে অন্ধ্র উপকূল ধরে এগোবে। ২৪ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। পরবর্তীতে আরও দুর্বল হবে এই ঘূর্ণিঝড়।