বাংলার খবর
আকাশছোঁয়া জ্বালানির দাম, পথে বাস নামাতে সমস্যায় মালিকরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানির দাম। পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে একদিকে যেমন নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ছে তারই পাশাপাশি সবচেয়ে বিপাকে পরিবহন শিল্প।
বেসরকারি পরিবহনের পাশাপাশি সরকারি পরিবহনও ধুঁকছে। জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে সরকারি বাসের সংখ্যা কমে গিয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন জায়গার পাশাপাশি একই চিত্র রায়গঞ্জ শহরেও।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোতে সারিবদ্ধবাবে দাঁড়িয়ে বাস। যে হারে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সে হারে ভাড়া না বাড়ার জেরে সরকারি পরিবহনকে লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছে। আর এর প্রভাবে সরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় রীতিমতন হয়রানির শিকার সাধারন যাত্রীরা।
আরও পড়ুন: বিতর্কের মাঝেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে চরম বিশৃঙ্খলা!
তাঁদের বক্তব্য আগে যেখানে ঘন ঘন সব রুটের গাড়ি পাওয়া যেত এখন তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘক্ষন অপেক্ষা করার পর মিলছে সরকারি বাস। এতে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে সমস্যা হচ্ছে।
তৃণমূলের পরিবহন শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা কৌশিক কুমার দে জানিয়েছেন, এর জন্য দায়ি কেন্দ্রীয় সরকার। এমনটা চলতে থাকলে আগামীতে পরিবহন শিল্প বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত রাজ্য পরিবহন দফতরও।
আরও পড়ুন: ১৪ জুলাই থেকে চালু শিয়ালদা মেট্রো পরিষেবা, ভাড়া কত জেনে নিন
গত ৬ জুলাই রায়গঞ্জ সফরে এসে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছিলেন তিনি।
এখন কতদিনে এই সমস্যা মেটে সেটাই দেখার।