দেশের খবর
বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, রাতেও উষ্ণতার পারদ ছোঁবে ৪৭-৪৮ ডিগ্রি সেলসিয়াসে: দাবি সমীক্ষায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যত যাচ্ছে ততই বাড়ছে উষ্ণতার পারদ। ক্রমাগত জলবায়ুর পরিবতর্ন পরিবেশের উপর যে কুপ্রভাব ফেলছে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এবার আরও এক অশনি ইঙ্গিতের কথা জানালেন আবহাওয়াবিদরা।
সম্প্রতি একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, গত ৭০ বছরে মার্চ মাসে রেকর্ড গরম পড়েছে ভারতে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে। এবার আরও এক আশঙ্কার কথা শোনা গেল বিজ্ঞানীদের গলায়। সমীক্ষার ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি এপ্রিল এবং মার্চ মাসে বায়ুর তাপমাত্রা আরও বাড়বে। প্রবল উষ্ণ হয়ে উঠবে ভারতের বেশকিছু অঞ্চল। দিনে-রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেও জানানো হয়েছে ওই সমীক্ষাপত্রে।
জলবায়ু সংক্রান্ত ওই সমীক্ষা পত্রটি তৈরি করেছেন কানপুর আইআইটি’র অধ্যাপক Sachidanand Tripathi। তিনি দূষণ এবং জলবায়ু পরিবর্তনের উপর একটি সমীক্ষা করছেন। বিশ্ব উষ্ণায়ন এবং শহুরে তাপের সম্মিলিত প্রভাবের কারণে গ্রামীণ ও উপকূলবর্তী অঞ্চলের তুলনায় শহরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন ওই সমীক্ষায়।
আরও পড়ুন: রাতের অন্ধকারে পার্কিংলটে হামলার অভিযোগ, FIR দায়ের ৪০ জনের বিরুদ্ধে
তিনি আরও জানিয়েছেন, চলতি গ্রীষ্মে তাপমাত্রা ৪৮-৪৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। যা মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ভারত ও অন্যান্য স্থানে গরম দিনের সংখ্যা বাড়ছে। যাইহোক, গ্রীষ্মের রাতগুলি আরও গরম এবং অস্বস্তিকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপত্তি, ২২ ঘণ্টা ধরে আটকে পর্যটকরা
ত্রিপাঠির সমীক্ষা অনুসারে, প্রাক-শিল্প যুগ থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। আমরা দেখেছি যে ১০০ বছর আগের তুলনায় সামগ্রিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। শতাব্দীর শেষ নাগাদ বায়ুর এই তাপমাত্রা ২.৫-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে আশা করা হচ্ছে।