দেশের খবর
Breaking News: ধর্নায় ‘না’, বাদল অধিবেশনের আগে নয়া নির্দেশিকা সচিবালয়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আর তার আগেই ‘নিষিদ্ধ শব্দের’ পর এবার সংসদের বাইরে বা সংসদ চত্বরে কোনও দলই বিক্ষোভ দেখাতে পারবে না বলে জানিয়ে দিল লোকসভার সচিবালয়। আজ শুক্রবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে দেশের সমস্ত রাজনৈতিক এবং অন্যান্য দলগুলির জন্য।
শুক্রবার রাজ্যসভার সচিব পি সি মুদি এক বিজ্ঞপ্তিতে সাংসদদের জানিয়েছেন, কোনও সদস্য আর সংসদ চত্বরে ধরনা, প্রতিবাদ, বিক্ষোভ, অনশন বা কোনওরকম ধর্মীয় আচার পালন করতে পারবেন না। এক্ষেত্রে সব সদস্যের সহযোগিতা কামনা করা হচ্ছে।
সংসদের বিগত বেশ কয়েকটি অধিবেশনে দেখা গিয়েছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসাবে সংসদ ভবনকে ব্যবহার করেছে বিরোধীরা। সে কৃষি আইন হোক, সাংসদদের সাসপেনশন হোক, ইডি-সিবিআইয়ের (ED-CBI) মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হোক বা মূল্যবৃদ্ধির মতো ইস্যু।
আরও পড়ুন: রাজধানীর জনপ্রিয় রেস্তরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড
সবক্ষেত্রেই প্রতিবাদের মঞ্চ হিসাবে উঠে এসেছে সংসদ চত্বর। কখনও গান্ধী মূর্তির পাদদেশে ধরনা, কখনও অনশন করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিরোধী শিবির। আসলে সংসদ ভবনকে প্রতিবাদের মঞ্চ হিসাবে ব্যবহার করলে সহজে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। তাছাড়া ঐতিহাসিকভাবেই সংসদভবন ব্যবহৃত হয়েছে প্রতিবাদের মঞ্চ হিসাবে। কিন্তু এবার বিরোধীদের সেই মঞ্চটিও কেড়ে নিতে চাইছে সরকারপক্ষ।
আরও পড়ুন: অমিত শাহরর সাহায্যে গুজরাতে চার হাজার কোটি টাকা সরিয়েছেন শুভেন্দু! বিস্ফোরক অভিযোগ
অন্যদিকে, লোকসভার স্পিকার ওম বিড়লা বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন যে সংসদে কোনও শব্দ ব্যবহার নিষিদ্ধ করা হয়নি। তবে প্রাসঙ্গিক ভিত্তিতে অপসারণ করা হবে। তিনি বলেন, সংসদের শৃঙ্খলা বজায় রেখে সদস্যরা তাদের মতামত প্রকাশ করতে পারবেন স্বাধীন ভাবে।