বাংলার খবর
আইএমএ-এর নির্বাচন ঘিরে নির্মল মাজি-শান্তনু সেনের বিবাদ প্রকাশ্যে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচন। ফলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রত্যেক রাজনৈতিক দল ঝাঁপিয়েছে পৌরসভা দখলের জন্য। সারা রাজ্যের মানুষের নজর যখন পৌর ভোটে, ঠিক সেই সময় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ।
তবে এই নির্বাচনকে ঘিরে শাসক এবং বিরোধী দলের বিবাদ নয়। বিবাদ বাড়ছে তৃণমূল কংগ্রেসের দুই’ প্রভাবশালী নেতার মধ্যে। কলকাতার আইএমএ-এর ক্ষমতা কার দখলে থাকবে, তাই নিয়েই বাড়ছে বিবাদ। আর এই বিবাদের মূলে রয়েছেন রাজ্যের মন্ত্রী ডাক্তার নির্মল মাজি এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। রাজ্যের ক্ষমতা তৃণমূল কংগ্রেস দখল করার পর থেকেই আইএমএ-এর ক্ষমতা নির্মল মাজির হাতেই ছিল। গত কয়েকদিন আগেই তিনি মিটিং করেছিলেন।
কিন্তু গত কয়েক বছর ধরে শান্তনু সেনের অনুগামীর সংখ্যা বাড়তে থাকে এবংশান্তনু সেনের অনুগামীরা হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তোলেন। এরপর থেকেই রাজ্যের দুই হেভিওয়েট নেতার দ্বন্দ প্রাকাশ্যে চলে আসে। এমনকি শান্তনু সেন গত কয়েকদিন আগে নির্মল মাঝির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে সাংবাদিক সম্মেলন করেন এবং তাঁর অনুগামীদের সঙ্গে আলাদা মিটিং করেন। সাংবাদিক সম্মেলনে হাসপাতালের পরিচ্ছনতা এবং রোগী পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। আগামি ৫ মার্চ কলকাতার আইএমএ নির্বাচন। কিন্তু দুই গোষ্ঠীর তথা দুই হেভিওয়েট নেতার বিবাদ রাজ্য সরকার তথা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।