বাংলার খবর
আসেন যান মাইনে নেন, চিকিৎসকদের কড়া বার্তা নির্মল মাজির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদহ মেডিকেল কলেজ প্রিন্সিপ্যল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক নির্মল মাজি।
নির্মল মাজি বলেন, ”মালদহ মেডিকেল কলেজে প্রতিদিন অসংখ্য মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এতবড় একটা মেডিকেল কলেজ যেখানে অত্যাধুনিক মানের চিকিৎসা করা হয়। মাতৃমা থেকে ট্রমাকেয়ার, এমআরআই, অডিটোরিয়াম, হোস্টেলের ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে আসি যায় মাইনে পাই। এই পরিকল্পনাকে পাল্টাতে হবে।”
আরও বলেছেন, ”মালদহে প্রিন্সিপ্যল সুপাররা তিন দিনের বেশি আসেন না। এ মালদহে সিপিএমের হার্মাদ এর এবং কিছু ডক্টর অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা এখানে দীর্ঘদিন ধরে বসে আছেন। তাঁরা ঘুমিয়ে রয়েছেন। এ সমস্ত ডাক্তারদের আমরা চিহ্নিত করে বিধানসভায় শোকজ করব।”
আরও পড়ুন: সন্ত্রাস দমনে বড় সাফল্য, STF-এর জালে কেএলও জঙ্গি
তিনি বলেন, ”এখানে হাসপাতালে ৬ জন অ্যাসিস্ট্যান্ট সুপার যারা ৮ ঘণ্টার বাইরে ডিউটি আর করেন না। যারা হাসপাতালে পাশাপাশি নার্সিংহোমে ডিউটি করছেন। সপ্তাহে পাঁচ দিন তাঁরা আসছে না। সে প্রিন্সিপ্যল হোক বা কোনও ডিপার্টমেন্টের সর্বপ্রথম হোক যেকোনও বিভাগের ডাক্তার হোক না কেন। জনগণ তাঁদের ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, ”মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। তোমরা সপ্তাহে দুদিন ডিউটি করে মাসে দেড় লাখ টাকা বেতন নিচ্ছ। কলকাতায় গিয়ে আবার চিকিৎসা করছো। মালদহ মেডিকেল কলেজ রোমান্স জোন হয়ে উঠেছে। কাজ করবে না অথচ সরকারের কাছ থেকে মোটা টাকা নেবে। তারপর আবার কলকাতাতে চারদিন প্র্যাকটিস্ করবে এই জিনিস বাংলার মানুষ বরদাস্ত করবেন না।”
আরও পড়ুন: গঙ্গাপাড়ের হেরিটেজের সন্ধান দিতে অভিনব উদ্যোগ
সোমবার মালদহে এসে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামের তিন তলায় ওয়েস্টবেঙ্গল প্রোগ্রেসিভ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন মালদহ শাখার তৃতীয় সম্মেলনে এসে এমনই তীব্র ভাষায় ডাক্তার এবং কর্তব্যরত স্বাস্থ্য প্রশাসনিক কর্তাদের তীব্র আক্রমণ করেন WBPMTA-এর চেয়ারম্যান ডক্টর নির্মল মাজি।