NIRF Ranking 2022: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম যাদবপুরের, জানুন আর কোন বিশ্ববিদ্যালয় সেরা
Connect with us

দেশের খবর

NIRF Ranking 2022: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম যাদবপুরের, জানুন আর কোন বিশ্ববিদ্যালয় সেরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রকাশ করেছেন National Institutional Ranking Framework-এর তালিকা। ২০২২ সালের NIRF র‍্যাঙ্কিয়ে শীর্ষ দুটি প্রতিষ্ঠান গত বছরের মতোই রয়েছে। আইআইটি মাদ্রাজ(IIT Madras) গত চার বছর ধরে এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে এবং একই বিভাগে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে আইআইএসসি বেঙ্গালুরু এবং আইআইটি বম্বে(IIT Bombay)।

একইভাবে, ‘ওভারঅল’ ক্যাটাগরিতে শীর্ষ তিনটি স্লট গত বছর থেকে অপরিবর্তিত রয়েছে। IIM আহমেদাবাদ ‘ব্যবস্থাপনা’ বিভাগে শীর্ষে এবং IISc বেঙ্গালুরু ‘বিশ্ববিদ্যালয়’ বিভাগে শীর্ষে রয়েছে। এছাড়াও NIRF-এর তালিকায় দেখা যাচ্ছে, প্রথম স্থানে IISc, বেঙ্গালুরু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুই বিতর্কিত বিশ্ববিদ্যালয় – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানেই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)। আর অষ্টম স্থানে ঠাঁই পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়(University of Calcutta)।

এছাড়াও NIRF র‌্যাঙ্কিং ২০২২: ‘সামগ্রিক’ বিভাগে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলি হল-
1.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) মাদ্রাজ। (চেন্নাই, তামিলনাড়ু)।
2.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) বেঙ্গালুরু (বেঙ্গালুরু, কর্ণাটক)।
3.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT Bombay) (মুম্বাই, মহারাষ্ট্র)।
4.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) (দিল্লি)।
5.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) (কানপুর, উত্তরপ্রদেশ)।
6.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) (খড়গপুর)।
7.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) (রুরকি,উত্তরাখণ্ড)।
8.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) (গুয়াহাটি,অসম)।
9.অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) (নয়া দিল্লি)
10.জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU Delhi)

Advertisement