বাংলার খবর
ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন, সংসার চলবে কী করে ভেবে পাচ্ছেন না নীলিমা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গল ওরাওঁ সপরিবারে থাকতেন রাজস্থানের জয়পুর। তিনি নিজে পরিযায়ী শ্রমিক ও তাঁর স্ত্রীও কাজ করতেন। দু’ই ছেলে রয়েছে তাঁদের। পুরো পরিবার মকরসংক্রান্তি উপলক্ষে বাড়িতে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন।
ঠিক সেই সময়ই ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় নিহত হন মঙ্গল ওরাওঁ। গুরুতর আহত হয়েছেন তাঁর বড় ছেলে মানিক ওরাওঁ। বর্তমান তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দু’টো পা কাটা পড়েছে বলে পরিবার সূত্রে খবর। ছোট ছেলে ও স্ত্রী নীলিমা ওরাওঁ বাড়ি ফিরে এসেছেন। নীলিমা ওরাওঁ জানান, বাড়ির কাছাকাছি চলে আসায় সমস্ত জিনিসপত্র গুলো গেটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী মঙ্গল ওরাওঁ। সেই সময় দুর্ঘটনা ঘটে সব শেষ হয়ে যায়।
বর্তমানে দুই ছেলেকে নিয়ে কীভাবে পরিবার চলবে এই নিয়ে চিন্তায় দিন কাটছে তাঁর। রবিবার তাঁদের বাড়িতে দেখা করতে যান রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদ সভাধিপতি উমাকান্ত বর্মন ।তাঁদের সামনে নিজের জন্য একটি চাকরির আবেদন করেন মঙ্গল ওরাওঁয়ের স্ত্রী নীলিমা ওরাওঁ। মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, ‘আমাদের প্রতিনিধিরা আহত ও মৃতদের পরিবারের সঙ্গে দেখা করছেন। তাদের সমস্ত সুবিধা অসুবিধা ও দাবি-দাওয়ার কথা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। পরিবার গুলোর পাশে আমরা রয়েছি। খুব শীঘ্রই রাজ্য সরকার আর্থিক সহযোগিতা ঘোষনা করবে।’