হাওড়া কারশেডে লোকাল ট্রেনের সিটের নীচে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা!
Connect with us

বাংলার খবর

হাওড়া কারশেডে লোকাল ট্রেনের সিটের নীচে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লোকাল ট্রেনের সিটির নীচে থেকে উদ্ধার হল সদ্যোজাত। শুক্রবার দুপুরে হাওড়া পৌঁছানোর পর ডাউন বর্ধমান লোকাল বামনগাছি কারশেডে পৌঁছলে রেল কর্মীরা ট্রেনের একটি কামরার সিটের নীচে থেকে এক সদ্যোজাতকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড হেল্প লাইনে। তারপর ওই সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।

হাওড়ার ডিআরএম মণিশ জৈন জানিয়েছেন, শিশুটিকে বর্তমানে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার সবরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার বাবা-মায়ের খোঁজ করার চেষ্টা চলছে। কেন ওই শিশুটিকে এইভাবে ফেলে রেখে যাওয়া হল, তারও তদন্ত শুরু করেছে রেল পুলিশ। রেলের চাইল্ড লাইন কাউন্সিলর মৌলি চক্রবর্তী জানিয়েছেন, ‘আমরা এর আগেও একইভাবে কন্যা সন্তান উদ্ধার করেছি। তখন তদন্ত করে দেখা গিয়েছিল কন্যা সন্তান হওয়াতেই এইভাবে তাকে ফেলে রেখে চলে গিয়েছিল পরিবারের সদস্যরা। এক্ষেত্রেও সেই রকম কোন কারণ রয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে। সেখান থেকে তারপর যেরকম নির্দেশ দেওয়া হবে, সেই মতোই আমরা শিশুটিকে রাখব।’

লোকাল ট্রেন থেকে এইরকম সদ্যোজাত উদ্ধার নতুন কোনও ঘটনা নয়। কিছুদিন আগেই নদিয়ায় শান্তিপুর লোকাল থেকে একটি দেড় মাসের শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছিল। একটি প্লাস্টিকের ব্যাগে জামা-কাপড় সহ ওই শিশু কন্যাটিকে ফেলে রেখে দিয়ে যাওয়া হয়েছিল। কালীনারায়ণপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর ভিড় কিছুটা কমলে সদ্যোজাতকে দেখতে পান ট্রেনযাত্রীরা। কিন্তু ভয়ে কেউ সেই সদ্যোজাতকে কোলে তুলে নেননি। অবশেষে এক কাপড় ব্যবসায়ী তাকে কোলে তুলে নিয়ে ছিলেন। এবং তাকে নিয়ে যান আরপিএফ-এর কাছে। তখনও আরপিএফ রেলের চাইল্ড লাইনের কাছে সেই সদ্যোজাতকে তুলে দিয়েছিল। এবার হাওড়ার লোকাল ট্রেনের কারশেডেও একই ঘটনা ঘটল।

Advertisement