ভাইরাল খবর
সদ্যজাত জীবিত শিশুকে মৃত ঘোষণা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ রায়গঞ্জে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জীবিত সদ্যজাত শিশুকে মৃত বলে দিনভর ফেলে রাখার অভিযোগ উঠল রায়গঞ্জের উকিলপাড়ায় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। শনিবার রাতে ওই শিশুর কান্নার আওয়াজ পেয়ে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের এসএনসিইউ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এই ঘটনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সদ্যজাতর বাবা আকিম মহম্মদের অভিযোগ, ‘আমার স্ত্রী রুনা লায়লার প্রসব বেদনা হওয়ায় বৃহস্পতিবার রাতে ভর্তি করেছিলাম। চিকিৎসক রাকেশ গোপের উপস্থিতিতে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়। কন্যা সন্তান প্রসব করলেও সেই সন্তানকে মৃত বলে ঘোষণা করেন রাকেশ গোপ। তাঁর কথাতেই আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল।’ যদিও এই ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন।
নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন। জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছেও অভিযোগ জানাবেন বলে তিনি জানিয়েছেন। অভিযুক্ত চিকিৎসক রাকেশ গোপকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। নার্সিংহোমের মালিককেও ফোন করা হলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে নারাজ। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরণ শর্মা জানিয়েছেন, ‘এখনও অভিযোগ পাইনি। পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’