খেলা-ধূলা
টিম হোটেলেই নিউ ইয়ার সেলিব্রেশন বিরাটদের, নতুন বছরে আশার বার্তা অশ্বিনের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়েই বছর শেষ করেছে ভারতীয় দল। তাই রাহুল দ্রাবিড়ের সংসারে এখন খুশির হাওয়াই বইছে। আর এই ফুরফুরে মেজাজেই নিউইয়ার সেলিব্রেশন সারল ভারতীয় দল।
দেশ থেকে বহুদূরে দক্ষিণ আফ্রিকায় থাকলেও টিম বিরাটের নিউ ইয়ার সেলিব্রেশনে কোনও খামতি ছিল না। টিম হোটেলেই কেক কেটে, ছবি তুলে, হই-হুল্লোড় করেই নিউ ইয়ার সেলিব্রেশন করলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার মধ্যরাতে নতুন বছর পড়তেই সেই সেলিব্রেশনের ছবি টুইট করে নতুন আশার বার্তা দিলেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
সেই ছবিতে দেখা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছেন কোচ রাহুল দ্রাবিড় সহ দলের সাপোর্ট স্টাফরাও। ছবির ক্যাপশনে অশ্বিন লিখেছেন, ‘নতুন বছর নতুন আশা! সবাইকে ২০২২ সালের শুভেচ্ছা।’ তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। পরের দু’টি টেস্টের মধ্যে একটিতে জিততে পারলেই সিরিজ জিতে যাবে ভারত। নতুন বছরে এখন সেই আশাতেই বুক বাঁধছে টিম ইন্ডিয়া।