রাজাপাকসের ঘর ওয়াপসি জল্পনার মধ্যেই নির্বাচনের সম্ভাবনা
Connect with us

আন্তর্জাতিক

রাজাপাকসের ঘর ওয়াপসি জল্পনার মধ্যেই নির্বাচনের সম্ভাবনা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল একপ্রেস নিউজ: একদিকে রাজনৈতিক সঙ্কট, অন্যদিকে অর্থনৈতিক অস্থিরতা। চরম বিপাকে দ্বীপরাষ্ট্রের রাজপাট। দেশের চরম বিশৃঙ্খলায় অগ্নিগর্ভ জনতার হাত থেকে রক্ষা পেতে নিজের সরকারি প্রাসাদ ছেঁড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাতেই তিনি জানিয়ে দিয়েছেন বুধবার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিক্রমাসিঙ্ঘে। প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার পরই সংসদ থেকে ইস্তফা দিয়েছেন আরও ৩ মন্ত্রী। এছাড়াও নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার পাশাপাশি সর্বদলীয় সরকার গঠনেরও দাবি জানানো হয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা সোমবার বলেছেন যে, দলীয় নেতারা ২০ জুলাই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। যদি রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ১৩ জুলাই সংসদের স্পিকারের ঘোষণা অনুসারে পদত্যাগ করেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির বিছানায় আমআদমি! প্রেসিডেন্টিয়াল প্যালেস সেরা ‘ট্যুরিস্ট স্পট’ লঙ্কাবাসীর

Advertisement

এদিকে, অর্থনৈতিক সঙ্কট কাটাতে শনিবার থেকেই প্রেসিডেন্টের প্রাসাদ দখল বিক্ষুদ্ধ জনতার। প্রেসিডেন্টিয়াল প্যালেসের সামনের রাস্তা লোকেলোকারন্য। রাস্তা যেন জনসমুদ্র। প্রাসাদের ভিতরে রাষ্ট্রপতির বেডরুম থেকে সুইমিংপুল সবই আমজনতার দখলে। বাগান থেকে প্রেসিডেন্টের চেয়ার জাতীয় পতাকা হাতে নিয়ে সর্বত্র হইচই দেখা গেল শ্রীলঙ্কাবাসীর।
অগ্নিগর্ভ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বাসভবনের এমন চিত্র দেখলে মনে হবে না এটা কোনও প্রেসিডেন্টিয়াল প্যালেস। মনে হবে যেন ট্যুরিস্ট স্পট। বিক্ষুদ্ধ জনতার ভিড়ে থিক থিক করছে রাষ্ট্রপতি ভবনের চারপাশ।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কাবাসির তাণ্ডব, দেশ ছাড়লেন রাজাপাকসে!

শুধু তাই নয়, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। একে আর্থিক ভাবে ধুঁকছে দেশ। তার মধ্যে টাকার অভাবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির সরবরাহও বন্ধ। খরচ বাঁচাতে বাতিল হয়ে গিয়েছে পরীক্ষা। স্কুল পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। তাতেই গণরোষ পৌঁছেছে চরমে!

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.