বিনোদন
‘যমুনা ঢাকি’ র জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’! তবে কি শেষ হচ্ছে এই ধারাবাহিকটি?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্তমান সময়ে সন্ধ্যে মানেই বাড়ির বেশির ভাগ মহিলারা বসে যান টিভি পর্দার সামনে। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক মন জয় করেছে বাড়ির মা-বোনেদের। তাদের সারাদিনের কাজের পরে এই বিনোদন ক্লান্তি করে দূর। তাই চ্যানেলগুলিও নানান সময় নানান ধরণের কাহিনী নিয়ে হাজির হয়।
এবার বেশ পরিচিত ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সময় পরিবর্তন হল। গত শুক্রবার ওই বেসরকারি চ্যানেল কতৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয় যে শীঘ্রই চ্যানেলে নতুন ধারাবাহিক আসতে চলেছে। যার নাম ‘গৌরী এলো’। তবে এতো তাড়াতাড়ি যে এই ধারাবাহিকের সম্প্রচারের দিনও নির্দিষ্ট হয়ে যাবে তা ভাবা যায়নি। অনেকেই মনে করছেন টিআরপি’র প্রতিযোগিতায় খানিক পিছিয়ে পড়া ওই জনপ্রিয় চ্যানেলটি নিজের জায়গা ফিরে পেতেই এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রতিপক্ষ চ্যানেলে এসেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক যেমন – ‘খুকুমনি হোম ডেলিভারি’, ‘গাঁটছড়া’, ‘আলতা ফড়িং’। এই তিনটি নতুন মেগা ধারাবাহিকই সুপারহিট। এই পরিস্থিতি মোকাবেলার জন্যই হয়তো ওই চ্যানেল কর্তৃপক্ষের এতো তাড়াতাড়ি সিদ্ধান্ত। সেখানে গত সোমবার রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’। আর সেই দিনেই ঘোষিত হয় আগামি ২৮ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সম্প্রচারিত হবে ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। অন্যদিকে, প্রতিপক্ষ চ্যানেলে এই সময়েই সম্প্রচারিত হয় ‘আলতা ফড়িং’।
দুঃখের বিষয় ক’দিন আগেই যে ধারাবাহিকটি প্রথম তিনটি শোয়ের মধ্যে থাকতো, সেই যমুনা ঢাকির টিআরপি এতো কমে গিয়েছে যে তাকে প্রথম দশজনের মধ্যেও খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্বেতা আর রুবেল এই ধারাবাহিকটির মুখ্য দুই চরিত্র। কিন্তু যমুনা ঢাকি কে তার আগের স্লটে আর রাখ যাবে না, সে কথা বিবেচনা করেই তার জায়গা দেওয়া হলো ‘গৌরী এলো ‘ ধারাবাহিককে। কিছুদিন আগেই শুরু হওয়া ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকটিও জায়গা নিয়েছে ‘অপরাজিতা অপু’র জায়গায়। এই চ্যানেলে আবার শেষ হয়েছে ‘করুণাময়ী রানী রাসমনি’। শীঘ্রই শেষ হতে চলেছে ‘জীবনসাথী’। তবে অনেকের মনেই প্রশ্ন আসছে তবে কি শেষ হতে চলেছে ‘যমুনা ঢাকি’! কিন্তু না ,এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক। শুধু রাতের স্লটে চলে যাচ্ছে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকটিতে অভিনয় করছেন নতুন এক অভিনেত্রী, যিনি ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী মোহনা মাইতি এবং তাঁর বিপরীত চরিত্রে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।