নয়া নিয়ম! মানতেই হবে রবিবারেও খোলা রাখতে হবে স্টেট ব্যাঙ্ক
Connect with us

দেশের খবর

নয়া নিয়ম! মানতেই হবে রবিবারেও খোলা রাখতে হবে স্টেট ব্যাঙ্ক

ব্যাঙ্ক কর্মীদের এই রকম আচরণ নিয়ে শতশত অভিযোগ পরেছে স্টেট ব্যাঙ্কের উপর মহলে। অতঃপর জানা যাচ্ছে এবার এই অভিযোগের ভিত্তিতে

Dwip Narayan Chakraborty

Published

on

Rate this post

ডিজিটাল ডেস্ক – ”লাঞ্চের পরে আসুন, লাইনে গিয়ে দারান” এমন করা করা কথা হয়তো আপনাকেও শুনতে হয়েছে স্টেট ব্যাঙ্কে (State Bank of India) পা রাখলে। ব্যাঙ্ক কর্মীদের এই রকম আচরণ নিয়ে শতশত অভিযোগ পরেছে স্টেট ব্যাঙ্কের উপর মহলে। অতঃপর জানা যাচ্ছে এবার এই অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ক কর্মীদের কাজ চাপ বাড়ালো  স্টেট ব্যাঙ্কের উপর মহল । 

এখন থেকে সপ্তাহের ৭ টা দিনই খোলা থাকবে স্টেট ব্যাঙ্ক (State Bank of India) । কারন অতিরিক্ত গ্রাহক পরিষেবা দিতে নাকি হিমশিম খায় কর্মীরা, এমনকি সরকারী কর্মচারীরা সপ্তাহের অন্যদিনে নিজেদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ব্যাঙ্কে আসেন, ফলে ভোগান্তির মুখে পড়তে হয় সাধারন মানুষদের । তাই এবার স্টেট ব্যাঙ্কের তরফে শুরু হল  সপ্তাহের ৭ দিনই পরিষেবা। 

State Bank of India

দেশের সবকটি ব্রাঞ্চে এই ৭ দিনের পরিষেবা এখনো চালু হয়নি, পরীক্ষামূলক শুধুমাত্র মুম্বাই এর একটি ব্রাঞ্চে (State Bank of India) এই পরিষেবা চালু হয়েছে, সফল হলে সব ব্রাঞ্চেই উপলব্ধ হবে এই পরিষেবা । এবার হয়তো ভাবছেন তাহলে কি ঐ কর্মীদের সাপ্তাহিক ছুটি থাকবে না ? না বিষয়টি এমন নয়, সরকারী ছুটি সহ সাপ্তাহিক ছুটি সবই পাবেন এই কর্মীরা, তবে এই ছুটি হবে রোস্টার মেনে। 

Advertisement

সপ্তাহে একটা দিন করে সবাই ছুটি পাবেন, তবে কে কবে ছুটি নেবে তা ঠিক করতে হবে আগেই ঐ কর্মীকে, অর্থাৎ যদি কেউ শুক্রবারে ছুটি নেয় তাহলে তাকে রবিবার আসতে হবে।  এমন ছুটিতে কর্মীরা তেমন প্রতিক্রিয়া না দিলেও তমুল উৎসাহিত গ্রাহক মহল। 

আরোও পড়ুন – World Aids Day -2022 : জানেন কি সারা বিশ্বে কবে থেকে পালিত হচ্ছে এই দিনটি 

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.