প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বেজিং-সৌদি সফরে শাহবাজ
Connect with us

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বেজিং-সৌদি সফরে শাহবাজ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার মধ্যরাতেই গদিচ্যুত হয়েছেন Imran Khan। সোমবার পরবর্তী তথা ২৩ তম পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন Shehbaz Sharif। পাক প্রধানমন্ত্রীর মসনদে বসার পরই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন নবাগত এই প্রধানমন্ত্রী।

বুধবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, বৈদেশিক সম্পর্ক মজবুত করতে খুব তাড়াতাড়ি চিন-সৌদি আরব সফরে যাবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুধু তাই নয়, এই বৈদেশিক নীতির ব্যাপারে নিজেদের ধারা অব্যাহত রেখেছে ইসলামাবাদ। কারণ, এর আগেও যারা প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের সরকার সামলেছে তাঁরাও সবাই বিদেশনীতির ক্ষেত্রে বেজিং এবং রিয়াধকেই অগ্রাধিকার দিয়েছে।

আরও পড়ুন: ‘চৌকিদার চোর হ্যায়’, ইমরানের সমর্থনে পাকিস্তানের রাস্তায় শোনা গেল ভারতের স্লোগান

Advertisement

ইমরান খানকে সরিয়ে পাক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সৌদি আরবের শাসক Umrah-এর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। শুধু তাই নয়, শরিফ পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে সৌদির রয়্যাল পরিবারের সঙ্গে। সেই ১৯৯৯ সাল থেকে যখন শাহবাজ শরিফের দাদা নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের দায়িত্ব গ্রহন করেছিলেন।

তবে শাহবাজ শরিফের এই সফরে সৌদির কাছে কোনও আর্থিক সহায়তা চাওয়া হবে কি না সেই বিষয়টি স্পষ্ট নয়। কারণ, সম্প্রতি পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সহায়তা করেছে সৌদি আরব। এদিকে সরকারি সূত্রে খবর, সৌদি সফরের পরই চিন সফরে যেতে পারেন তিনি। শরিফ তাঁর প্রশাসনিক দক্ষতা এবং গুণাবলীর কারণে চিনের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। পূর্ববর্তী পিএমএল-এন আমলে, শাহবাজ চিন-পাকিস্তান অর্থনৈতিক (সিপিইসি) প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন: স্বাধীনতার পর ৭৫ বছরের ধারা অব্যাহত, ২৯ বার নতুন প্রধানমন্ত্রী পেলেন পাকিস্তানবাসী

Advertisement

চিনের জাতীয় সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের নির্বাচনকে স্বাগত জানানো হয়েছে। এছাড়াও আরও উল্লেখ করা হয়েছে যে, বেজিংয়ের সঙ্গে শরিফ পরিবারের ব্যক্তিগত সম্পর্ক থাকায় নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো হবে বলেই আশা করা যায়। সোমবার জাতীয় পরিষদে তার প্রথম ভাষণে শরিফ চিন ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছিলেন।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.