দেশের খবর
নবান্নের নয়া বিজ্ঞপ্তি! ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে সেলুন ও বিউটি পার্লার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সেলুন এবং বিউটি পার্লার খোলার অনুমতি দিল রাজ্য সরকার। শনিবার নবান্ন থেকে প্রকাশিত নয়া নির্দেশিকায় বলা হয়েছে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত কোভিডবিধি মেনে রাত ১০টা পর্যন্ত সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখা যাবে। সেলুন এবং পার্লারের কর্মী এবং গ্রাহকদের দু’টি টিকাই নেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে মালিকদের। এবং প্রতিনিয়ত স্যানিটাইজ করতে হবে। গত ২ জানুয়ারি রাজ্য সরকারের পক্ষে করোনার যে কঠোর বিধি-নিষেধ ৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত জারি করা হয়েছিল, তাতে সেলুন, বিউটি পার্লার, স্পা, সুইমিংপুল, জিম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবার নতুন নির্দেশিকা জারি করে সেলুন ও বিউটি পার্লার খোলার শর্তসাপেক্ষে অনুমতি দিল রাজ্য।
তবে বাকি বিধি-নিষেধ অপরিবর্তিতই রাখা হয়েছে। শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৮ হাজার ২১৩ জন। তার মধ্যে শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৪৮৪ জন। শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত জেলাতেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। কিন্তু মানুষের রুটি-রুজির কথা চিন্তা করেই সেলুন এবং বিউটি পার্লার শর্তসাপেক্ষে খোলার অনুমতি রাজ্য সরকার দিল বলেই মনে করা হচ্ছে।