বিনোদন
হৃত্বিকের জীবনে নতুন প্রেম! কে এই প্রেমিকা?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বি টাউনে চলছে জোর কদমে জল্পনা। কী নিয়ে এই জল্পনা? বলি তারকা হৃত্বিক রোশনের জীবনে এসেছে নতুন প্রেম! আর সেই প্রেমের মানুষটি কে, কী তাঁর পরিচয়, তাই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। ২০০০ সালে সঞ্জয় খানের কন্যা সুজান খানের সঙ্গে বিবাহ হয় হৃত্বিকের।
১৪ বছরের বিবাহিত জীবনের পর ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান। রেহান আর হৃদান- দুই পুত্রের কারণেই বিচ্ছেদের পরেও সুজানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে হৃত্বিকের। কিন্তু গত শনিবার এক রেঁস্তোরা থেকে বেরোতে দেখা গিয়েছে হৃত্বিককে। এক মহিলার হাত ধরে তিনি বেরোচ্ছিলেন। যদিও মাস্কে ঢাকা থাকায় সঙ্গে থাকা মহিলার মুখ সঠিকভাবে বোঝা না গেলেও আন্দাজ করা গিয়েছে তিনি কে! অনেকেই বলছেন তিনি আর কেউ নন, তাঁর নাম সাবা আজাদ। ক’দিন ধরেই তাঁদের বিষয় নিয়ে বি টাউনে চলছিল জল্পনা। আর সেই জল্পনা তুঙ্গে উঠেছে শনিবারে উঠে আসা ছবি প্রকাশ্যে আসার পরই।
জানা গিয়েছে, কিছুদিন আগেই সাবা আর হৃত্বিক গোয়ায় গিয়েছিলেন নিজেদের মধ্যে কিছু সময় কাটাতে। সাবা আজাদ একদিকে জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রীও। তাঁর আত্মপ্রকাশ ২০০৮ সালের “দিল কাবাড্ডি’ ছবিতে। এরপর তিনি বলিউডে পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন। যেমন- ‘মুঝসে ফ্রেইন্ডশিপ করোগে’। নেটফ্লিক্সের বিভিন্ন ওয়েব সিরিজ- যেমন ‘ফাইলস লাইক ইশ্ক’, ‘রকেট বয়েজ’ এও অভিনয় করেছেন সাবা। এর আগে সাবার সঙ্গে সম্পর্কে ছিলেন নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠকের পুত্র ইমাদ শাহ। তাঁদের সম্পর্ক আর না থাকলেও তাঁরা এখনও একটি ইলেকট্রনিক মাসিক ব্যান্ড চালান। এবং সঙ্গীত রচনাও করেন। কিন্তু এখন সাবা রয়েছেন প্রায় ১৬ বছরের বড় প্রেমিক হৃত্বিকের সঙ্গে। যদিও বয়সটা কোনও ব্যাপারই না প্রেমের ক্ষেত্রে।