খেলা-ধূলা
যুবরাজের পরিবারে নতুন অতিথি! বাবা হলেন যুবি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন যুবরাজ সিং। বাবা হলেন যুবরাজ। এই প্রাক্তন ক্রিকেটারের অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যুবরাজ নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। অবশ্য সদ্যোজাতর কোনও ছবি পোস্ট করেননি।
২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় দলের এই বাঁহাতি প্রাক্তন ব্যাটসম্যান। টুইটারে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে।
আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ভালবাসা-সহ হ্যাজেল এবং যুবরাজ।’ যুবির এই টুইটের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত ও গুণমুগ্ধরা।