আন্তর্জাতিক
শেষ হয়েও হচ্ছে না শেষ, Covid-19 নিয়ে আশঙ্কার কথা শোনাল WHO

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। যাবতীয় আশঙ্কাকে সত্যি করে ফের করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বজুড়ে ক্রমশ বংশ বিস্তার করতে চলেছে Covid 19-এর নতুন স্ট্রেন Covid 19 mutant XE। যা আগের ভাইরাসগুলির তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জানা গিয়েছে, এর আগে করোনার যে ভ্যারিয়েন্টটি বেশি সংক্রামক ছিল তা হল ওমিক্রনের BA.2 সাব ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত, Omicron-এর BA.2 সাব-ভ্যারিয়েন্টকে কোভিড-১৯-এর সবচেয়ে সংক্রামক স্ট্রেন হিসেবে বিবেচনা করা হত। যদিও এই নতুন গবেষণায় Covid-এর XE কে এখনও পর্যন্ত সবচেয়ে সংক্রমণযোগ্য মিউট্যান্ট বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
ইতিমধ্যে, Omicron-এর BA.2 উপ ভ্যারিয়েন্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে যারা কোভিড সংক্রামিত হচ্ছেন তার জন্য দায়ি করা হচ্ছে Covid 19 XE ভাইরাসকে। এছাড়াও XE ওমিক্রনের দুটি সংস্করণের একটি মিউট্যান্ট হাইব্রিড – BA.1 এবং BA.2। এটিই এই মুহুর্তে বিশ্বজুড়ে দাপট দেখাতে শুরু করেছে। অন্যদিকে WHO এর তরফে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, Omicron-এর BA.1 এবং Omicron-এর BA.2-এর পরে Covid 19 XE হল নতুন সংক্রামক ভাইরাস যা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ জনকে সংক্রামিত করেছে।
আরও পড়ুন: খাদ্য-পণ্য জ্বালানি সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা, পরিস্থিতি সামাল দিতে চরম সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট
UK হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) এর একটি সমীক্ষা অনুসারে, তিনটি নতুন রিকম্বিন্যান্ট স্ট্রেন বর্তমানে সঞ্চালিত হচ্ছে – XD, XE এবং XF। যা নতুন করে কোভিড ব্যাধির আতঙ্ক ছড়াচ্ছে সারা পৃথিবীতে। যদিও ওমিক্রনের XD ভ্যারিয়েন্টটি সর্ব প্রথম হদিশ মেলে ফ্রান্স, ডেনমার্ক এবং বেলজিয়ামে। এছাড়াও পৃথিবীর দু’একটি দেশে ইতিমধ্যে মিলেছে এই ভ্যারিয়েন্টের জীবাণু।
আরও পড়ুন: ১২২ বছরে উষ্ণতম মার্চ জানাল আবহাওয়া দফতর
এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা গিয়েছে, XE হল ওমিক্রনের সাব ভ্যারিয়ান্ট BA.1 এবং BA.2 এর থেকেও ক্ষতিকারক। এটি ব্রিটেনে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এছাড়াও XF হল হাইব্রিড BA.1 ডেল্টা ওমিক্রন। যা ব্রিটেনে প্রথম মিললেও গত ১৫ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে এই রোগে আক্রান্তের হদিশ মেলেনি।