বাংলার খবর
সাধারণতন্ত্র দিবসে মালদহে নদীর চরে নেতাজির বালির ভাস্কর্য! শ্রদ্ধায় চমক দুই তরুণ শিল্পীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রজাতন্ত্র দিবসের দিন নদীর তীরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তৈরি করে সবাইকে তাক লাগালেন মানিকচকের দুই শিল্পী। এমন প্রতিভা দেখতে মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন সমুদ্র সৈকতের ধারে বালি দিয়ে প্রতিকৃতি তৈরি, বিভিন্ন ভাস্কর্য সকলের সামনে আসে।
কিন্তু মানিকচকের একটি প্রত্যন্ত এলাকায় নদীর ধারে জমে থাকা বালিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তৈরি করায় স্থানীয় মানুষজন আপ্লুত। ২৬ জানুয়ারি সকাল থেকে মানিকচকের দুই শিল্পী সৌরভ মালাকার এবং শুভঙ্কর দত্ত নিজেদের সরঞ্জাম নিয়ে নুরপুরের কালিন্দ্রি নদীর চরে তিন ঘণ্টা সময়ে প্রায় ৬ ফুট লম্বা ও চার ফুট চওড়া বালির তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুরর ভাস্কর্য তৈরি করেন বুধবার। শিল্পীদের এমন কাজ রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষের নজরে আসে। এমন প্রতিকৃতি দেখতে ভিড় জমায় অনেকেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য দেখতে ছবি, সেলফি তলোর পাশাপাশি সকলে ধন্যবাদ জানায় দুই শিল্পীকে। মানিকচকের এই দুই শিল্পী সৌরভ মালাকার বাড়ি মানিকচকের মথুরাপুরে। অপরজন শুভঙ্কর দত্তর বাড়ি ধরমপুর এলাকায়। বিভিন্ন সময় নানা রকম ভাবে তাঁদের প্রতিভা মানুষের সামনে তুলে ধরেছেন এই দুই শিল্পী।
তবে প্রজাতন্ত্র দিবসের দিন একটি ভিন্ন ধরণের চিন্তাভাবনা এনে এই ভাস্কর্য তৈরি বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান জানান, ‘আমরা সমুদ্র সৈকতে এই ধরণের ভাস্কর্য দেখেছি। তবে বাড়ির পাশে আমরা প্রজাতন্ত্র দিবসের দিন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বালিতে তৈরি ভাস্কর্য দেখে খুব আনন্দিত হয়েছি। এই ধরণের কার্যকলাপ আমাদের এখানেও হতে পারে, আমরা ভাবতে পারেনি। আমরা ধন্যবাদ জানিয়েছি এই দুই শিল্পীকে।’ অন্যদিকে শিল্পী সৌরভ মালাকার বলেছেন, ‘আমরা বিভিন্ন সময় মানিকচকবাসীর কাছে ভিন্ন ভিন্ন ভাবে প্রতিকৃতি চিত্র, মূর্তি তুলে ধরেছি। তবে প্রজাতন্ত্র দিবসের দিন আমরা একটু অন্যরকম চিন্তাভাবনা করি। সমুদ্রসৈকতে যেভাবে ভাস্কর্য তৈরি হয়, একই ভাবে আমরা আমাদের নদীর চরে আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর বালি দিয়ে ভাস্কর্য তৈরি করি। মানুষের ভালোই সাড়া পেলাম। সবাই দেখতে আসলো। ছবি ও সেলফি তুলেছে। খুব ভালো লাগছে এই ধরণের কাজ করে আমাদের।’