বিনোদন
প্রতিবেশী কেতন কক্কারের গুরুতর অভিযোগের মুখে ভাইজান! সঙ্কটে সলমনের কেরিয়ার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউডের ভাইজান বহু সময় বহু ভাবে বহু বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িয়েছেন। আইনি সম্যসায় জড়িয়েও নিজেকে বের করেছেন তিনি। কিন্তু, কিছু দিন আগে তাঁর বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ উঠে এসেছে।
সেগুলো যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সলমন খানের এতো দিনের কেরিয়ার নষ্ট হতে পারে বলে অনেকেরই ধারণা। পানভেলে তাঁর ফার্ম হাউসের প্রতিবেশী হলেন কেতন কক্কার। তিনি একজন এনআরআই। তাঁর সঙ্গে ভাইজান অর্থাৎ সলমনের অনেক আগে থেকেই মামলা চলছে। ভাইজানের বিরুদ্ধে কেতন মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানি চলছে আদালতে। আর তার মাঝেই কেতন করে বসেছেন আরও মারাত্মক কিছু অভিযোগ। কী সেই অভিযোগগুলো! দেখে নিন। পানভেলে সলমনের ফার্ম হাউসের কাছেই থাকেন অভিযোগকারী কেতন। তিনি বলেছেন, ভাইজান তাঁর এই ফার্ম হাউসে অভিনেতাদের আমন্ত্রণ করতেন এবং তারপর তাদের হত্যা করে ওই বাড়ির বাগানেই পুঁতে দিতেন! এরপরের অভিযোগ হল, সলমন খান নাকি শিশু পাচারের সঙ্গেও যুক্ত।
তার এই বাড়ি থেকেই হতো শিশু পাচার। আর সেখান থেকে তিনি পেতেন বহু অর্থ। তৃতীয় অভিযোগ, ভাইজান ডি-গ্যাঙের সঙ্গেও যুক্ত। সেই কারণেই তাঁর কর্মক্ষেত্রে এতো প্রতিপত্তি। তাঁর এই গ্যাঙের সঙ্গে যোগাযোগই তাঁর সফলতার চাবিকাঠি। শুধু তাই নয়, কেতন আরও দাবি করেছেন, সলমনের সঙ্গে রাজ্য সরকারের বড় নেতাদের সুসম্পর্ক আছে। এই কারণে তিনি নিজের দাপট দেখতে পারেন। এমনকি সলমনের বিরুদ্ধে সম্পত্তি হরফেরও অভিযোগ এনেছেন কেতন। তাঁর বক্তব্য, সলমন তাঁর ফার্ম হাউসের কিছু অংশ নিয়ে নিয়েছেন। সেই অংশ দেওয়া তো দূর, সেটা আত্মসাৎ করে বসে আছেন। এবং কেতনকে সেখানে কোনও কাজও করতে দিচ্ছেন না। এই সকল অভিযোগ বেশ আলোড়ন তুলেছে। অনেকে মনে করছেন এসব মিথ্যে। আবার অনেকেই ভাবছেন, হয়তো এসব সত্য। কিন্তু আসল ব্যাপারটা তখনই সামনে আসবে, যখন প্রমাণ হবে এই সকল অভিযোগ। তবে এই মারাত্মক অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে ভাইজান নিজে ও তাঁর কেরিয়ার দুই’ই সঙ্কটে পড়তে পারে।