৩৪ বছর আগের পুরনো মামলায় ১ বছরের কারাবাস নভজ্যোত সিং সিধুর
Connect with us

দেশের খবর

৩৪ বছর আগের পুরনো মামলায় ১ বছরের কারাবাস নভজ্যোত সিং সিধুর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিন দশকের পুরনো এক মামলার রায়ে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে ১ বছরের কারাবাসের সাজার কথা শোনাল আদালত।

জানা গিয়েছে, ১৯৮৮ সালে ঘটা একটি Road Rage Case-এ এক পথচারীকে মারধোরের অভিযোগ উঠেছিল সিধুর বিরুদ্ধে। সেই ঘটনায় আক্রান্ত ওই পথচারী মারা গিয়েছিলেন।

আরও পড়ুন: লাঞ্চে গো-মাংস! কাঠগড়ায় সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা

Advertisement

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এতবছর ধরে চলা মামলায় অবশেষে রায় ঘোষণা করল শীর্ষ আদালত। শুধু তাই নয়, নভজ্যোত সিং সিধুকে আত্মসমর্পনের সুযোগও দিয়েছে আদালত। 

এদিকে শীর্ষ আদালতের এই রায় ঘোষণা হওয়ার পরই পাঞ্জাব পুলিশের তরফে জেল হেফাজতে নেওয়া হয়েছে সিধুকে। যদিও এর আগে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট সিধুর কাছ থেকে জরিমানা বাবদ ১০০০ টাকা ধার্য করেছিল।

আরও পড়ুন: শাহী ইদগাহ মামলা: কৃষ্ণের জন্মভূমি থেকে মসজিদ অপসারণের অনুমতি মঞ্জুর আদালতে

Advertisement

সেই সময় আদালতের যুক্তি ছিল যে, সিধুর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে গুরনাম সিং নামের ওই ব্যক্তির। যদিও সিধুর গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না এমন কোনও প্রমাণ নেই বলে জানায় আদালত। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় মৃতের পরিবার। তারপর এদিন সেই মামলার রায় ঘোষিত হয়।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.