দেশের খবর
অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন সিধু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৩৪ বছর আগের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক পথচারীর। অনিচ্ছাকৃত সেই খুনের মামলায় দীর্ঘ দু’দশক পর পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে ১ বছরের কারাবাসের কথা শুনিয়েছে আদালত।
শীর্ষ আদালতে সাজা ঘোষণা হওয়ার পরই শুক্রবার পাঞ্জাবের পাতিয়ালা আদালতে গিয়ে ১৯৮৮ সালের পথচারীকে অনিচ্ছাকৃত খুনের মামলার অভি্যোগের ঘটনায় আত্মসমপর্ণ করলেন প্রাক্তন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু।
নভজ্যোৎ সিং সিধুর মামলায় এবার আদালতে তাঁকে আত্মসমর্পণের জন্য সু্যোগ দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। বৃহস্পতিবারের রায়ে বলা হয়েছে যে, অনিচ্ছাকৃত এই খুনের মামলায় সিধুকে আদালতে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। প্রাক্তন এই কংগ্রেস নেতার উচিত দেশের বিচারবিভাগীয় প্রধানের কাছে গোটা বিষয়টি পরিস্কার করে খুলে বলা।
জানা গিয়েছে, ২০১৮ সালের মে মাসে সুপ্রিম কোর্ট এই অনিচ্ছাকৃত খুনের মামলার অভিযোগ যুক্তিসঙ্গত কি-না তা আরও একবার পাতিয়ালার বাসিন্দা মৃত Gurnam Singh-এর পরিবারকে বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় মৃতের পরিবার। এরপর সেই সময়ই অনিচ্ছাকৃত এই খুনের ঘটনায় সিধুকে ১ হাজার টাকা জরিমানা করে আদালত। তারপর বৃহস্পতিবার সেই ঘটনার রায়ে দেশের শীর্ষ আদালত নভজ্যোৎ সিং সিধুকে ১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে।
আরও পড়ুন: সরকারি চাকুরীজীবীদের জন্য খুশির খবর, ৩ মাসের মধ্যে বকেয়া DA মেটানোর নির্দেশ
ঠিক কী ঘটেছিল ১৯৮৮ সালে? জানা গিয়েছে, ১৯৮৮ সালে পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা গুরনাম সিং-এর সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন সিধু ও তাঁর এক বন্ধু। ৯৮৮ সালের ২৭ ডিসেম্বর সেদিনের ঘটনায় সিধু ও তাঁর বন্ধু রুপিন্দর সিং সান্ধু পাতিয়ালার Sheranwala Gate ক্রসিং-এর কাছে রাস্তার মাঝখানে বেআইনী ভাবে গাড়ি পার্ক করে রেখেছিল।
জানা গিয়েছে, এরপর ৬৫ বছর বয়সী গুরনাম সিং রাস্তায় এসে তাঁদের গাড়ি সরিয়ে ফেলতে বলেন। এরপরই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ ওঠে সিধু ও রুপিন্দর সিং-এর হাতে প্রহৃত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গুরনাম সিং। ঘটনার কিছুদিন পর হাসপাতালেই মারা যান তিনি।
আরও পড়ুন: সিবিআই-এর FIR এ বড় ভুল, কেন্দ্রীয় সংস্থার দায়িত্ববোধ নিয়ে উঠছে প্রশ্ন
এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রায় ৩৪ বছর ধরে মামলা চলছিল পাঞ্জাবের পাতিয়ালা কোর্টে। চলতি বছরের মে-মাসে মামলা সরে সুপ্রিম কোর্টে যায়। তারপর ১৯ মে এই মামলার রায়ে পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে একবছরের সাজার নির্দেশ দেয় শীর্ষ আদালত।