দেশের খবর
শুটিং, যাত্রা ও জিম খোলার ক্ষেত্রে কোভিডবিধি কিছুটা শিথিল করল নবান্ন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সিনেমা ও সিরিয়ালের শুটিং, জিম খোলা এবং যাত্রা পালার ক্ষেত্রে করোনার বিধি-নিষেধ কিছুটা শিথিল করল রাজ্য। সোমবার নবান্নের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা যেতে পারে জিম।
তবে যে সব গ্রাহক এবং কর্মীর করোনার দু’টি টিকাই নেওয়া আছে অথবা যাঁদের আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট রয়েছে তাঁরই জিমে প্রবেশ করতে পারবেন। কোভিডবিধি ও শারীরিক দূরত্ব বিধি মেনে সিনেমা এবং ধারাবাহিকের আউটডোর শ্যুটিংয়েও ছাড় দেওয়া হয়েছে। যাত্রার ক্ষেত্রেও ছাড় মিলেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোভিডবিধি মাথায় রেখে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা মাঠে রাত ৯টা পর্যন্ত যাত্রানুষ্ঠান করা যাবে।
চার দেওয়ালের ভিতর যাত্রার আয়োজন হলে সর্বোচ্চ ২০০ জন অথবা হল ঘরের ৫০ শতাংশের মধ্যে যে সংখ্যাটা কম হবে, তত জন উপস্থিত থাকতে পারবে। গত শনিবারই রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই নির্দেশিকায় বিয়েবাড়ির অনুষ্ঠানে ৫০ এর পরিবর্তে ২০০ জনের উপস্থিতে ছাড় দেওয়া হয়েছিল। ছাড় দেওয়া হয়েছিল মেলা আয়োজনের ক্ষেত্রেও। এ বার সিনেমা ও সিরিয়ালের শুটিং, যাত্রা এবং জিমের ক্ষেত্রেও আরও কিছুটা শিথিল করা হল নিষেধাজ্ঞা।