তাঁর নামে গরুর নামকরণ! বেজায় খুশি হিরো আলম
Connect with us

আন্তর্জাতিক

তাঁর নামে গরুর নামকরণ! বেজায় খুশি হিরো আলম

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলাদেশের নায়ক হিরো আলমের সঙ্গে বিতর্ক শব্দটা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তাঁর বিভিন্ন কীর্তিকলাপ নিয়ে সোশ্যাল মিডিয়া প্রতিদিনই সরগরম থাকে। সেই সব ঘটনায় অনেক সময় তাঁকে দুঃখ প্রকাশ করতেও দেখা গিয়েছে। এবার সেই হিরো আলমের নামেই রাখা হল একটি গরুর নাম! তবে এই ঘটনায় একটুও ক্ষুব্ধ নন আলাম। উল্টে যথেষ্ট খুশিই হয়েছেন তিনি।

বাংলাদেশের বগুড়ায় এক ব্যক্তি তাঁর গরুর নাম রেখেছেন হিরো আলম। আর সেই খবরটি কানে পৌঁছেছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের। তারপরই এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘আমার নামে একটি গরুর নাম রাখা হয়েছে। এতে আমি মোটেও দুঃখিত নই। আমাকে ভালোবেসেই আমার নামে গরুর নাম রাখা হয়েছে। আমি ভিডিওটা দেখেছি। যে ব্যক্তি তাঁর গরুর নাম হিরো আলম রেখেছেন, আসলে তিনি সেটা ভালোবেসেই রেখেছেন। আর আমার নাম ব্যবহার করে যদি কেউ প্রকৃত হয়, সেটা তো খুব ভালো ব্যাপার।’

সামনেই ঈদ। তাই অনেকেই প্রচার পেতে তাঁদের গরুর নাম সেলিব্রেটি বা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নামে রেখে থাকেন। পশুর হাটে গরু যাতে বাড়তি নজর পায়, সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে তারকাদের নামে অনেকেই গরুর নামকরণ করে থাকেন। শুধু হিরো আলমই নয়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য আনা দু’টো গরুর নামকরণ করা হয়েছে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবং জায়েদ খানের নামে।

Advertisement

যদিও তারকাদের নামে গরুর নামকরণের বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তবে এই নিয়ে কোনও আপত্তি নেই আলমের। এই মুহূর্তে একটি গানের শুটিংয়ের কাজে তিনি কলকাতায় রয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই হিরো আলম এবং ওমর সানীকে মঈন বিশ্বাস পরিচালিত ‘মার ছক্কা’ ছবিতে একসঙ্গে অভিনয় করতেও দেখা গিয়েছে। আর সেই সিনেমা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল।

তবে তাঁর নামে গরুর নামকরণ নিয়ে বলতে গিয়ে হিরো আলম আরও বলেছেন, ‘যারা বিখ্যাত হয় তাদের নামেই গরুর নাম রাখা হয়। সাধারণ কারও নামে তো আর গরুর নামকরণ করা হয় না। যাঁদের নাম আছে, তাঁরা সকলেই বিখ্যাত। সেই কারণেই তাঁদের নামে গরুর নাম রাখা হয়েছে। এটা তাঁরা আমাদের প্রতি ভালোবাসা থেকেই করে থাকেন। হয়তো বা আমাদের নাম ব্যবহার করলে তাঁরা কিছুটা লাভবান হবেন, এটা ভেবেই নাম রেখেছেন। এতে তো আর আমার সম্মানহানি হচ্ছে না। বা আমরা নষ্ট হয়ে যাচ্ছি না। অনেক পোশাকের নাম তো অনেক জনপ্রিয় নায়ক-নায়িকা বা সিনেমার নামেও রাখা হয়। তাতে যদি কোনও অন্যায় না হয় তাহলে, তারকাদের নামে গরুর নামকরণে দোষ কোথায়!’

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.