লাইফ স্টাইল
কবিতার নাম- ‘প্রশ্ন’ লিখেছেন-সুদীপ্তা মণ্ডল

দুগ্গা মা গো,
আমার মনে তোমায় নিয়ে প্রশ্ন অনেক জাগে,
উত্তর তার পাই না খুঁজে তাই এসেছি তোমার কাছে।
বুঝতে পারি না প্রশ্নগুলো করবো আমি কাকে?
যাকেই করেছি দিয়েছে বকা নয়তো গিয়েছে রেগে।
বোকা,হাঁদা শুনেছি সবকিছু উত্তর পাইনি মোটে
তাই এসেছি আজ তোমার কাছে যদি উত্তর জোটে।
মায়ের মা’কে দিদা বলি,বাবার মা’কে ঠাম্মা।
তবে তুমি কী করে হলে মাগো একাই সবার মা?
বাবা বলে তোমাকে মা,মাও বলে তাই
আমি তবে তোমায় ঠাম্মা ডাকলে লাগে কেন সবাই?
সবাই তো তাদের বরকে নিয়ে বাপের বাড়ি আসে।
তবে তুমি কেন মা তোমার বরকে রেখে আসো কৈলাসে?
সিংহটা বেশ বড়সড়,ময়ূরটাও নয় ছোট,
হাঁসের পিঠে তবু চড়া রায়, পেঁচা,ইঁদুর নয় কি একটু বেশিই খাটো?
লক্ষ্মী-কার্ত্তিক, সরস্বতী -গনেশ
এদের দেখি না কখনো একসাথে
ভাব নেই বুঝি ওদের মাঝে?
ওরা বুঝি সবসময়ই আড়ি করে রাখে?
মাগো তুমি সারাবছরে শুধু চারটি দিন এসে থাকো আমাদের সাথে
এবছর আর দুটো দিন বেশি আমাদের সঙ্গে পারো না কি কাটাতে?
এমন অনেক প্রশ্ন জাগে আমার মনের মাঝে
বলো না এর উত্তর আমি খুঁজে পাই কার কাছে?