পূর্ব মেদিনীপুরের ময়নায় খনিজ তেলের অনুসন্ধানে নামল ওএনজিসি
Connect with us

বিনোদন

পূর্ব মেদিনীপুরের ময়নায় খনিজ তেলের অনুসন্ধানে নামল ওএনজিসি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বলাইপণ্ডা এলাকায় সুদামপুর গ্রামে চন্ডী নদীর তীরবর্তী এলাকায় মিলতে পারে খনিজ তেলের সন্ধান! আর সেই লক্ষ্যকে সামনে রেখেই কয়েকদিন আগে থেকেই ওএনজিসি কর্তৃপক্ষ নমুনা সংগ্রহে নেমেছে।

নদীর চরের মাটির নমুনা সংগ্রহের জন্য একাধিক জায়গা চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, বলাইপণ্ডা সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকেরও বেশ কিছু এলাকায় ওএনজিসি কর্তৃপক্ষ খননকার্য করে নমুনা সংগ্রহ করবে। তবে এই নমুনা সংগ্রহ করতে গিয়ে এলাকায় বেশ কিছু কৃষক সমস্যায় পড়েছেন। তাঁদের বক্তব্য ওএনজিসি কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করতে গিয়ে চাষের ব্যাপক পরিমাণ ক্ষতি হচ্ছে। মূলত এই নমুনা সংগ্রহ করতে গিয়ে মাটির কয়েকশো ফুট নিচে থেকে যন্ত্রের সাহায্যে গর্ত খোঁড়ার কাজ চলছে। এর ফলে বহু মানুষ ভিড় জমাচ্ছেন ওই এলাকায়। ফলে এলাকার সবজি চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে ওএনজিসি কর্তৃপক্ষ এই এলাকা থেকে যদি সত্যিই খনিজ তেলের সন্ধান পান তাহলে মেদিনীপুর সহ গোটা রাজ্যের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাবে।

Continue Reading
Advertisement