বাংলার খবর
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে পথে নামল ব্যাঙ্ক কর্মী সংগঠন

Dwip Narayan Chakraborty: ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ ইস্যুকে সামনে রেখে শুক্রবার রাস্তায় নামল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন- এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। সারা রাজ্যে মোট ছ’টি বাস বেরিয়েছে। এই বাসগুলি সমস্ত জেলা পরিক্রমা করছে। শনিবারের মধ্যে এই জেলা পরিক্রমা সমাপ্ত হবে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ হয়ে গেলে সাধারণ মানুষ কী কী সমস্যায় পড়বেন। এই প্রচার কর্মসূচিতে প্রচুর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন সংগঠনের কর্তারা।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাধারণ গ্রাহকরাও এই প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন।আগামী অধিবেশনে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলোকে বেসরকারিকরণে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলোকে মূলত আদানি এবং আম্বানির মতো পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই বিল কেন্দ্রীয় সরকার আনতে চলেছে বলেই ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি।
২০২১ সালের অধিবেশনে ব্যাঙ্ক বেসরকারিকরণের লক্ষ্যে সংসদে বিল পাসের চেষ্টা করেছিল সরকার। কিন্তু দেশজুড়ে ব্যাঙ্ক গ্রাহক ও সাধারণ মানুষের সমর্থনে সংগঠনের আন্দোলনের জেরে পিছু হঠটে বাধ্য হয় সরকার। সংগঠনের এক কর্তা জানিয়েছেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। চাল, গম, আনাজ এমনকি জীবনদায়ী ওষুধের দাম আকাশছোঁয়া। মূলত আম্বানি এবং আদানির মতো পুঁজিপতিদের কথা মাথায় রেখে এই বিল আনতে চলেছে সরকার। ইতিমধ্যে জাতীয় সড়ক-রেল বিমানবন্দর সহ একাধিক সরকারি সংস্থার বেসরকারিকরণ হয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাঙ্কের গ্রাহক, কর্মীরা সমস্যায় পড়বেন। তাই আগামী বিপদের কথা চিন্তা করেই রাস্তায় নেমেছেন ব্যাঙ্ককর্মী থেকে শুরু করে সাধারণ গ্রাহকরা।’ এরপর দিল্লিতেও আন্দোলন করার ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন।