লটারি সংবাদ প্রতিদিন
আজকের দুপুর ১টা, সন্ধ্যে ৬টা ও রাত্রি ৮টার নাগাল্যান্ড রাজ্য লটারি সংবাদ
ভাগ্যগুণে যদি লেগে যায় এক কোটি টাকা তাহলে কার না ভালো লাগে। আর এমন তো নয় যে কোটিপতি হচ্ছেন না প্রতিদিন, নাগাল্যান্ড রাজ্য লটারি (Nagaland state lottery) কেটে মাত্র 6 টাকায় কোটিপতি হয়েছেন বহু ব্যক্তি

লটারি সংবাদ : ভাগ্যগুণে যদি লেগে যায় এক কোটি টাকা তাহলে কার না ভালো লাগে। আর এমন তো নয় যে কোটিপতি হচ্ছেন না প্রতিদিন, নাগাল্যান্ড রাজ্য লটারি (Nagaland state lottery) কেটে মাত্র 6 টাকায় কোটিপতি হয়েছেন বহু ব্যক্তি। নাগাল্যান্ড রাজ্য লটারি, নাগাল্যান্ড সরকারের তরফে খেলা হলে হলেও এই খেলার সবথেকে বেশি টিকিট বিক্রি হয় পশ্চিমবঙ্গে।
প্রতিদিন নিয়ম করে তিন বেলা এই ডিয়ার রাজ্য লটারির খেলা হয়। প্রতিদিন দুপুর ১ টা এবং সন্ধ্যে 6 টায় এছাড়া ৮ টায় নিয়ম করে খেলা হয়ে থাকে। প্রশ্ন ওঠে তাহলে এই লটারি টিকিট কিভাবে পাবো? খুবই সাধারণ বিষয় যদি আপনি নাগরিক হয়ে থাকেন, কারণ বাজারের আনাচে-কানাচে বা গলির মাথায় বা কিছুটা দূরে হলেও আপনি লটারি স্টোর ঠিক খুঁজে পাবেন।
শখের বসে যদি কোনদিন টিকিট কেটে থাকেন তাহলে জানতে হবে আপনি এই টিকিটটি কিভাবে ফলাফলের সাথে কি ভাবে মেলাবেন। দুপুর একটার খেলার পর একটা দশ নাগাদ লটারির রেজাল্ট পিডিএফ আকারে বিভিন্ন সাইটে প্রকাশিত হয়। প্রকাশিত ওয়েবসাইট গুলির মধ্যে আমাদের ওয়েবসাইটটিতে আপনি ফলাফল মেলাতে পারবেন এছাড়া লটারি সংবাদ বলে বিভিন্ন ওয়েবসাইট থাকলেও সঠিক এর জন্য লটারি সংবাদ ডটকম এই সাইটটিতে আপনার ফলাফল টি মিলাতে পারেন। এছাড়া একইভাবে, সন্ধ্যা ছয়টা রাত্রি আটটার ফলাফল আপনি দেখতে পারবেন।
সর্বনিম্ন আপনি কত টাকার টিকিট কাটতে পারবেন? নাগাল্যান্ড ডিয়ার লটারি সর্বনিম্ন টিকিটের দাম 6 টাকা হলেও একটি সিরিজে ন্যূনতম পাঁচটি লটারি টিকিট থাকে, তাই আপনাকে 30 টাকা দিয়ে একটি সিরিজ অর্থাৎ পাঁচটি টিকিট কিনতে হবে। সর্বোচ্চ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিনতে পারেন। যদি আজকে আপনি লটারি টিকিট কেটে থাকেন তাহলে নিচের লিংকগুলোতে সঠিক সময়ের লাইনে ক্লিক করে আপনার ফলাফল দেখতে পারবেন আমাদের এই পাতাতে।
দুপুর ১ টার লটারির ফলাফল দেখতে ক্লিক করুন