বাংলার খবর
১০০ দিনের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের জবাব দিলেন নাড্ডা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন গত পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের জন্য রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তার ফলে রাজ্যের গরিব মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
দু’দিনের বাংলা সফরে এসে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার দুপুরে ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে নাড্ডা বলেন, ‘ বাংলায় আসার পর থেকেই সাংবাদিকরা আমায় জিজ্ঞাসা করছেন, ১০০ দিনের কাজের জন্য রাজ্যের প্রাপ্য টাকা কেন দিচ্ছে না কেন্দ্র। এইসব প্রশ্নের উত্তর আমি খুব একটা দিই না। তবুও বলছি, গত তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকার কোনও হিসাব কেন্দ্রকে দেয়নি পশ্চিম বঙ্গ। তদন্তে দেখা গিয়েছে ৩২৭ লক্ষ টাকার পেমেন্ট হয়নি। এরপরেও কি ১০০ দিনের কাজের টাকা দেওয়া যায়? এইভাবে রাজ্য চলছে? এ কী রকম শাসন?’
রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করে নাড্ডা আরও বলেন, ‘গত দশ বছর ধরে একজন নেতা আয়কর দিচ্ছেন না। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভুলে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ও কি গত ৩ বছর ধরে হিসেব দিতে ভুলে গিয়েছিলেন? উনি শুধু টাকা দেওয়া হচ্ছে না বলে চিৎকার করছেন। টাকা আসবে কোথা থেকে? হিসেব না দিলে টাকা দেওয়া কি ঠিক? আপনারা কি চান, সরকার এরকম বেআইনি কাজ করুক? যে এরকম বেআইনি কাজ যে করে তাকে কি ক্ষমতায় রাখা উচিত? একদমই উচিত নয়। এই কথাটাই মানুষকে গিয়ে বলুন।’