প্রকৃতির কিছু অনবদ্য সৃষ্টি, কোথায় কোথায় রয়েছে জানেন
Connect with us

লাইফ স্টাইল

প্রকৃতির কিছু অনবদ্য সৃষ্টি, কোথায় কোথায় রয়েছে জানেন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৃথিবীর চারদিকে ছড়িয়ে রয়েছে নদী-পাহাড়-মরুভূমি, আর তার সাথে নাম না জানা কত গাছপালার সমাহার। রহস্যময় এই প্রকৃতির প্রতিটি উপাদানেরই একটি নিজস্ব স্বকীয়তা রয়েছে। তবে প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই অপার রহস্য মানুষ আজও পুরোপুরি উন্মোচন করতে পারেনি। প্রকৃতির কিছু অনবদ্য সৃষ্টি রয়েছে, যা আমাদের চোখ মন জুড়িয়ে দেয়।

১. পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালায় অদ্ভুত ধরনের এক ফুলের গাছ রয়েছে। গাছটি ‘কুইন অব দ্য আন্দিজ’ নামেও অনেকের কাছে বেশ পরিচিত। তবে গাছটির আসল নাম পুয়া রাইমন্ডি। গাছটি আন্দিজ পর্বতের ৩,০০০ থেকে ৪,৮০০ মিটার উচ্চতায় জন্মায়। প্রায় ৪০ ফুট লম্বা গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ৮০ থেকে ১০০ বছরের মধ্যে মাত্র একবারই গাছটিতে ফুল আসতে দেখা যায়।

২. মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে রয়েছে বিশাল গহ্বর। এসব গহ্বর মূলত চুনাপাথর, বেলেপাথর ও লবণ-প্রধান উপাদান দিয়ে তৈরি। পাতালপুরীর বুকে জন্ম নেয়া এ ধরনের সিনোট ১০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত। সিনোটের জল বেশ স্বচ্ছ।

Advertisement

৩. আল আহসা পৃথিবীর এক বৃহত্তম মরুদ্যান। সৌদি আরবের দক্ষিণ-পূর্ব অঞ্চলে এটি অবস্থিত। মরুদ্যানটি শুধু আকারের দিক দিয়েই নয়, বৈচিত্র্যেও অনন্য। এই মরুদ্যানে ৬০ থেকে ৭০টির মতো প্রাকৃতিক ঝর্ণা রয়েছে, যা ওই অঞ্চলের খাবারের পানির চাহিদা পূরণ করে। এছাড়া এখানকার ২৮০টিরও বেশি আর্টেজীয় কূপ রয়েছে। এই কূপের জল দিয়ে প্রায় ৩০,০০০ একর জমিতে সেঁচের ব্যবস্থা করা হয়েছে। আর্টেজীয় কূপগুলো হল এক বিশেষ ধরনের কূপ, যেখানে ভূগর্ভস্থ ঠাণ্ডা, সুপেয় পানি নিজের চাপে বেরিয়ে আসে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.