বাংলার খবর
ডুয়ার্সে অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৫

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অজানা সংক্রমণের জেরে গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ জন। ঠিক কী কারণে একসঙ্গে এত লোক অসুস্থ হয়ে পড়লেন তা এখনও জানা যায়নি। যদিও বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, অজানা কোনও সংক্রমণের কারণে অসুস্থ হয়ে বানারহাট হাসপাতালে ভর্তি হন ৫ জন মহিলা চা শ্রমিক। পরে অসুস্থ হয়ে পড়েন আরও মোট ১৫ জন। চা বাগানে কাজ থেকে ফেরার সময় গাড়িতে একে একে এরা সকলে অসুস্থ বোধ করতে থাকেন এবং অজ্ঞান হয়ে পড়ে যান। জানা গিয়েছে, ডুয়ার্সের বন্ধ চা বাগান সুরেন্দ্রনগর এলাকায় এঁরা সকলেই শ্রমিকেরা কাজ করার জন্য লুকসান চা বাগানে যেতেন।
আরও পড়ুন: বিকল্প প্রজাতির ধানের চাষ করে লক্ষীলাভ আশায় কৃষকরা
শনিবার সন্ধ্যায় তাঁরা সাপ্তাহিক বেতন নিয়ে একটি হুডখোলা গাড়িতে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেশ কয়েকজন অসুস্থ বোধ করতে থাকেন। এরপরই একে একে প্রায় ১৫ জন মহিলা জ্ঞান হারান। গাড়িতে থাকা অন্য মহিলারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের দ্রুত উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সলনী মিঞ্জ, প্রীতি এক্কা, মণীষা খাড়িয়া, মলিকা টোপ্পো এবং শীলবন্তী ওঁরাও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
আরও পড়ুন: পাট শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেই দিল্লিতে জরুরি তলব অর্জুনের
স্থানীয় জনপ্রতিনিধি অমিত শবর জানান, গাড়িতে কোনও যান্ত্রিক সমস্যা থাকার কারনে অথবা অন্য কোনও কারনে একে একে বেশ কয়েকজন মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে বানারহাট হাসপাতালে তিনি নিয়ে আসেন। এই বিষয়ে বানারহাট হাসপাতালের চিকিৎসক ডাঃ সুজিত মৃধা বলেন, ”বর্তমানে চিকিৎসাধীন সকলেই সুস্থ রয়েছেন। কিচ্ছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাঁদের স্বাভাবিক মনে হলে ছেড়ে দেওয়া হবে।”