বাংলার খবর
ফেসবুকে সংগীতশিল্পী করারা টোপ দিয়ে নাবালিকা অপহরণ! মধ্যপ্রদেশ থেকে উদ্ধার নাবালিকা-সহ অপহরণকারী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফেসবুকে পরিচয় এক নাবালিকাকে সঙ্গীত শিল্পী করার টোপ দিয়ে অপহরণ করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মধ্যপ্রদেশের নওগাও এলাকা থেকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। ধৃত ব্যক্তির নাম পরেশ ভাই রাঠোর।
বাড়ি গুজরাতের রাজকোট জেলার গন্দোল এলাকায়। জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি হেমতাবাদের ভারতপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে রায়গঞ্জের বিন্দোল এলাকা থেকে সঙ্গীতশিল্পী করার টোপ দিয়ে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত পরেশ ভাই রাঠোর। এরপর হেমতাবাদ থানায় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। তারপরই নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, ১৫ জানুয়ারি মধ্যপ্রদেশের নওগাও থানা এলাকা থেকে ওই নাবালিকা ও অভিযুক্তকে আটক করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়।
হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে গুজরাতের বাসিন্দা পরেশের সঙ্গে পরিচয় হয় ভরতপুরের ওই নাবালিকার। এরপর থেকেই ওই নাবালিকাকে সংগীত শিল্পী করে দেওয়ার টোপ দেয় অভিযুক্ত। এরপর গত ১০ জানুয়ারে বিন্দোল এলাকা থেকে ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। যদিও পালিয়েও শেষ রক্ষ হয়নি। পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত। মেয়েকে ফিরে পাওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই নাবালিকার বাবা-মা।