বিনোদন
হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেক দিন ধরে ডায়াবেটিক সমস্যায় ভুগছেন এই গায়ক। ফলে তার চিকিৎসা নিয়ে ডাক্তাররা চিন্তার মধ্যে আছেন। বুধবার দুপুরে মেডিকেল বোর্ড গঠন করে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হায়দার হোসেনকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এই কথা তুলে ধরেন গায়কের স্ত্রী নুসরাত জাহান।
আরও পড়ুন: তীব্র অস্বস্তি দক্ষিণবঙ্গে, সঙ্গে ঝোড়ো হাওয়া
তাঁর স্ত্রী আরও জানান, অনেক দিন ধরে ডায়াবেটিক সমস্যায়ও ভুগছেন এই গায়ক। ফলে তার চিকিৎসা নিয়ে ডাক্তাররা চিন্তার মধ্যে আছেন। বুধবার দুপুরে মেডিকেল বোর্ড গঠন করে হায়দার হোসেনের চিকিৎসার বিষয়ে জরুরি বৈঠক করা হয়। সেখানেই তাকে আরেকটি রিং পরানোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।
বাংলাদেশের এই জনপ্রিয় শিল্পী দুই বাংলাতেই জনপ্রিয়। সাধারণ বাংলাভাষী মানুষের কাছে তাঁর গান খুবই প্রিয়। তাঁর গানের বিষয়বস্তু হিসাবে পাওয়া যায়, সমাজ, মানবতা ও দেশ এর মতো প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বাংলাদেশ বিমানবাহিনীতে একজন ইঞ্জিনিয়ার হয়ে কর্মজীবন শুরু করলেও, তিনি তাঁর ভালোবাসার বিষয় সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন সেই ১৯৭৯ সাল থেকে। তিনি বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটারিস্ট হিসাবে কাজ করেছেন।এছাড়া তিনি সহযোগী হিসাবে কাজ করেছেন বিশিষ্ট পপ গায়ক আজম খানের সঙ্গেও।