দেশের খবর
শিল্পীর সামনেই জ্বালিয়ে দেওয়া হল বাদ্যযন্ত্র!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাত্র কয়েক মাস আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। তার পর থেকে একের পর এক মর্মান্তিক ঘটনা সামনে আসছে। জারি হয়েছে একের পর এক ফতোয়া। আবার কখনও প্রাকাশ্যে হত্যা কান্ড।
এবার শিল্পীর সামনেই জ্বালিয়ে দেওয়া হল বাদ্যযন্ত্র! নিজের প্রিয় ওই বাদ্যযন্ত্র পুড়ে যেতে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না শিল্পী। এমনই বর্বরতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আফগানিস্তানের সাংবাদিক আবদুলহক ওমেরি। ঘটনাটি আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের বলে জানিয়েছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাদ্যযন্ত্র জ্বালিয়ে চারপাশে ঘিরে দাঁড়িয়ে হাসছে তালিবানরা।
আর নিজের প্রিয় বাদ্যযন্ত্র পুড়ে যেতে দেখে কাঁদছেন ওই শিল্পী। তাতে নরম হওয়া তো দূরের কথা, উলটে ঘটনার ভিডিও তুলে হাসছেন এক বন্দুকধারী। প্রসঙ্গত, এর আগেও গাড়িতে গান-বাজনা নিষিদ্ধ করেছিল তালিবানরা। এমনকি, বিয়েবাড়িতেও গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছিল।