বাংলার খবর
পাচারকারী সন্দেহে BSF-এর গুলিতে অঘোরে প্রাণ হারালেন যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের উদয়নগর সীমা চৌকি এলাকার ঘটনা। মৃত যুবকের নাম রুহুল মন্ডল(২৭)। বাড়ি সাগরপাড়া থানার রামনারায়ণপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সীমান্তের পাটের জমিতে যাওয়ার জন্য রবিবার ভোর পাঁচটায় বাডি থেকে বেরোয়। সাড়ে সাতটা পরিবারের কাছে খবর আসে রুহুল বিএসএফের গুলিতে মারা গিয়েছে।
আরও পড়ুন: তারকেশ্বর লাইনে বন্ধ ট্রেন পরিষেবা, শ্বশুরবাড়ি যেতে গিয়ে নাকাল জামাইরা
মৃতের বউদির দাবি, রুহুল কোনও প্রকার পাচার বা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল না। পাচারকারীদের না পেয়ে দেওরকে গুলি করে মেরেছে। ঘটনার সঠিক তদন্ত চাই। বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার এন এস রৌতেলা বলেন, ”রবিবার রাত তিনটে নাগাদ ১০-১২ জনের একটি পাচারকারী দল বাংলাদেশে ফেন্সিডিল পাচারের চেষ্টা করছিল। সেই সময় কর্তব্যরত জওয়ানরা ধাওয়া করলে জওয়ানদের উপর হামলা ও পাথর ছুড়তে শুরু করে। জীবন রক্ষার জন্য জওয়ানরা পালটা আক্রমণ করে।”
আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবস: পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা জলপাইগুড়িতে
তিনি আরও জানান, সকালে পাট ক্ষেতের মধ্যে থেকে ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। তার পিঠে থাকা ব্যাগ থেকে ৫৩২ বোতল ফেন্সিডিল ও দুটি দাঁ উদ্ধার হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য লক্ষাধিক টাকা।