মিড-ডে মিলে বৈচিত্র্য আনতে অভিনব উদ্যোগ স্কুলের
Connect with us

বাংলার খবর

মিড-ডে মিলে বৈচিত্র্য আনতে অভিনব উদ্যোগ স্কুলের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছোট ছোট শিশুদের মিড ডে মিলে বৈচিত্র্য আনতে অভিনব উদ্যোগ স্কুলের। স্কুলের গা‌ছের আম থেকে আচার তৈরি করে মিড ডে মিলে বৈচিত্র্য এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার পথকে প্রশস্ত করল মুর্শিদাবাদের এক প্রাথমিক বিদ্যালয়।

স্কুলের আম গাছে এবার ফলন হয়েছে ভালোই। কিন্তু এত আম কী হবে বুঝে উঠতে পারছিল না স্কুল কর্তৃপক্ষ। গত ২ তারিখ থেকে গরমের ছুটিও পড়ে গিয়েছে। তাই অভিনব উদ্যোগ নিলেন মুর্শিদাবাদের নবগ্রামের আছড়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শরীরে অসহ্য যন্ত্রণা, চিকিৎসা করাতে সোজা ডাক্তারের চেম্বারে হনুমান

Advertisement

স্কুলের বাগানের গাছ থেকে প্রায় চল্লিশ কেজি আম পেড়ে তা থেকে আচার বানালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।গ্রীষ্মে আমের আচার ছোট-বড় সকলের কাছেই লোভনীয়। বিশেষ করে স্কুল পড়ুয়াদের কাছে।

এতে একদিকে স্কুলের মিড ডে মিলে যেমন বৈচিত্র্য এসেছে, তেমনই স্কুলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও স্বনির্ভর হওয়ার পথে আরও উৎসাহ পেয়েছেন বলেই জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে এসে মর্মান্তিক পরিণতি, তিস্তা থেকে উদ্ধার যুবতীর দেহ

Advertisement

শুধু তাই নয়,গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে পড়াশোনার ক্ষেত্রেও অভিনবত্ব এনেছেন স্কুল কর্তৃপক্ষ। শুধু পাঠ্যবইয়ের উপর নির্ভরশীল না হয়ে এখন থেকেই হাতে কলমে পাঠ দিয়ে পড়াশোনাকে ছোট-ছোট শিশুদের কাছে আরও সহজ করার চেষ্টাও করছেন শিক্ষকরা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.