বাংলার খবর
টাকা দিলে তবেই মিলবে ডেথ সার্টিফিকেট, কাঠগড়ায় পঞ্চায়েত কর্মী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মৃত্যুর শংসাপত্র হাতে পাতে লাগবে এক হাজার টাকা। নাহলে সার্টিফিকেট মিলবে। অভিযোগের তির খোদ পঞ্চায়েত কর্মীর বিরুধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা এলাকায়। জানা গিয়েছে, পঞ্চায়েত অফিসে মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট আনতে গেলে মৃতার বাবার কাছে এক হাজার টাকা দাবি করেন ওই পঞ্চায়েতের এক কর্মী। এই অভিযোগে পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে মুর্শিদাবাদের ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মৃতার বাবা। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কার বেওয়া ১ পঞ্চায়েতে।
মৃতার বাবা গোপাল দাসের অভিযোগ, অসুস্থতার কারণে গত ২০ ফেব্রুয়ারি তার মেয়ে মারা যায়। তারপর চলতি মাসের ৮/৩/ ২০২২ তারিখ ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতে মেয়ের মৃত্যু সার্টিফিকেটের আবেদন জানান তিনি। সেই সময় ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতের এক কর্মী মৃত্যু সার্টিফিকেটের জন্য চলতি মাসে ২২/৩/২০২২ তারিখ আসতে বলেন বলে অভিযোগ।
আরও পড়ুন: মাঝ রাস্তায় চলন্ত ট্রাকে আগুন, বরাতজোরে বাঁচলেন চালক-খালাসি
জানা গিয়েছে, ওই ব্যক্তি ডেথ সার্টিফিকেট একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় বলতেই পঞ্চায়েতের সেই মহিলা কর্মী এক হাজার টাকা চান বলে অভিযোগ। আর এই বিষয়ে বৃহস্পতিবার সকলে ওই পঞ্চায়েতের কর্মীর বিরুদ্ধে ফরাক্কা থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। এদিকে ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তড়িঘড়ি ফরাক্কা থানার পুলিশ প্রশাসন ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতে গিয়ে তদন্ত শুরু করে।
আরও পড়ুন: পুলিশি অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ১
যদিও পুলিশের সামনে পুরো বিষয়টি অস্বীকার করে গিয়েছেন অভিযুক্ত ওই পঞ্চায়েত কর্মী শিলা মন্ডল। এদিন তিনি বলেন, ”মৃত মেয়ের বাবার কাছে মৃত্যুর সার্টিফিকেটের জন্য কোনও টাকা চাওয়া হয়নি। পুরো বিষয়টা ভিত্তিহীন বলে দাবি করেন বেওয়া ১ পঞ্চায়েতের ওই কর্মী। যদিও এই বিষয়ে ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতের প্রধান কাজেম আলি মির্জা তদন্ত করবে বলে জানান।