বাংলার খবর
আম কুড়িয়ে নেওয়ায় খুন! পাহারাদারের মারধরে প্রাণ গেল কিশোরের

নৈহাটিতে একটি আম কুড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, রাস্তা থেকে পড়ে থাকা কয়েকটি আম কুড়োনোর ‘অপরাধে’ প্রাণ হারাতে হল এক কিশোরকে। শুক্রবার রাতে নৈহাটির শিবদাসপুর এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
নিহত নাবালক সুদীপ্ত পণ্ডিত, বয়স আনুমানিক ১৫, কাঁচরাপাড়ার বাসন্তী তলার বাসিন্দা। সে এক আত্মীয়ের অনুষ্ঠান উপলক্ষে শিবদাসপুরে এসেছিল। অনুষ্ঠান শেষে রাতে ফেরার পথে সে একটি আমবাগানের পাশে পড়ে থাকা কয়েকটি আম কুড়োতে যায়। অভিযোগ, ঠিক সেই সময় বাগানের নিরাপত্তার দায়িত্বে থাকা শেখ ফারহাদ মণ্ডল সুদীপ্তকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে।
সঙ্গে থাকা বন্ধুরা ভয়ে পালিয়ে গেলেও সুদীপ্ত মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুদীপ্তর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। উত্তেজিত জনতা অভিযুক্ত ফারহাদের আমের গুদামে আগুন লাগিয়ে দেয়। বিশাল অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় গুদামটি।
খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শেখ ফারহাদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকা জুড়ে রয়েছে প্রবল উত্তেজনা, সম্ভাব্য অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
এই অমানবিক ঘটনার ন্যায়বিচার চেয়ে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সুদীপ্তর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।